ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১০ দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শেল

প্রকাশিত: ০৪:০৬, ১৩ জুন ২০১৬

১০ দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শেল

গত দেড় বছর তেলের অব্যাহত দরপতনের মুখেও প্রতিদ্বন্দ্বী কোম্পানি বিজিকে নিয়ে স্বপ্ন দেখেছিল বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেল। সেই স্বপ্ন পূরণও হয়েছে। এখন নতুন করে পথচলা; নতুন পরিকল্পনা। এ পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১০টির মতো দেশ থেকে তেল ও গ্যাসের ব্যবসা আপাতত গুটিয়ে নিতে চাইছে কোম্পানিটি। সম্প্রতি এসব কথা জানান এ্যাংলো ডাসেচ রয়েল শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ভ্যান ভর্দেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, আরব নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই মার্জারে শেলকে গুনতে হয়েছে ৫ হাজার কোটি ডলার। এখন ঋণগ্রস্ত হয়েছে পড়েছে কোম্পানিটি। সেই ঋণ পরিশোধে ও ব্যয় সংকোচনে শেল এখন স্বল্প পরিসরে এই ব্যবসা গুটিয়ে নেয়ার উদ্যোগ নিচ্ছে। এক বিবৃতিতে শেল জানিয়েছে, ব্রিটিশ কোম্পানি বিজি গ্রুপের সঙ্গে মার্জারের পর সমন্বিত কোম্পানিটি তাদের প্রত্যাশার চেয়ে ব্যয় বেশি কমাতে চাইছে। -অর্থনৈতিক রিপোর্টার
×