ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমকালো পোশাকের ভিড়ে আবেদন হারাচ্ছে হস্তশিল্পের পোশাক

প্রকাশিত: ০৪:০৫, ১৩ জুন ২০১৬

জমকালো পোশাকের ভিড়ে আবেদন হারাচ্ছে হস্তশিল্পের পোশাক

অর্থনৈতিক রিপার্টার ॥ দেশী-বিদেশী জমকালো পোশাকের ভিড়ে নিজস্ব আবেদন হারাতে বসেছে দেশীয় হস্তশিল্পের পোশাক। রাজধানীর বিভিন্ন শপিং সেন্টারগুলোতে হস্তশিল্পের পোশাকসামগ্রী খুব একটা চোখে পড়ে না। স্বল্প দেখা মিললেও ধানমন্ডির রাপা প্লাজার জয়িতা শো-রুমে এসবের কোন কমতি নেই। ঈদকে সামনে রেখে গ্রাহকদের চাহিদা অনুযায়ী দেশীয় ছাড়াও ভারতীয় বিভিন্ন ডিজাইনে নিজেদের কাজ করা পোশাক তুলে ধরেছেন বিক্রেতারা। তবে দেশীয় পোশাকের মান ভাল হলেও দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। ঈদকে সামনে রেখে ছিবনাম, সানাম, বাজিরাও মাস্তানিসহ বিভিন্ন নামের ভারতীয় ও পাকিস্তানী পোশাকে সয়লাব দেশীয় বাজার। পোশাকের নাম যেমন ডিজাইনের ঢং ও রঙেও রয়েছে তেমনি ভিন্নতা। এসব বিদেশী পোশাকের মাঝে দেশীয় হাতের কাজ, বাটিক, টাইডাইয়ের থ্রি-পিস, শাড়ি, শার্ট, পাঞ্জাবিসহ বিভিন্ন পোশাক ক্রেতাদের মাঝে ধরে রেখেছে জয়িতা। তবে জমকালো নক্সা হওয়ায় ক্রেতাদের বিদেশী পোশাকের দিকেই ঝোঁক বেশি বলে জানান ব্যবসায়ীরা। তাই অন্যান্য মার্কেটে ঈদের কেনাকাটা কিছুটা জমে উঠলেও এখনও তেমনটি ছোঁয়া লাগেনি হস্তশিল্পের এ বুটিকগুলোতে। দেশীয় পোশাকসামগ্রীতে নজর বাড়ানোর লক্ষ্যে পার্শ্ববর্তী দেশগুলোর ডিজাইনের অনুকরণ করছেন উদ্যোক্তারা। এদিকে দেশী পোশাকের গুণগতমান ভাল হলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে সংস্কৃতির পার্থক্য থাকায় ভিনদেশী পোশাকের চমকপ্রদ নক্সার চেয়ে অনেকটাই রুচিশীল দেশীয় হস্তশিল্পের কাজ, এমনটাও জানান তারা। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশীয় পোশাক ও হস্তশিল্প সামগ্রী ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের।
×