ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুর্কি বংশোদ্ভূত এগারো জার্মান এমপির বিশেষ নিরাপত্তা

প্রকাশিত: ০৩:৫১, ১৩ জুন ২০১৬

তুর্কি বংশোদ্ভূত এগারো জার্মান এমপির বিশেষ নিরাপত্তা

তুর্কি বংশোদ্ভূত ১১ জন জার্মান এমপিকে বিশেষ পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে। ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান শাসকের লাখ লাখ আর্মেনীয় হত্যার ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ৩ জুন পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করে জার্মানি। এই প্রস্তাবে ওই এমপিরা সমর্থন দেয়ায় তাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। খবর বিবিসির। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্ত্রীদের তুরস্ক সফরের বিষয়ে হুঁশিয়ার করে বলেছে, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত নয়। জার্মান পার্লামেন্টের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুর্কি সরকার। এই ১১ এমপি তুরস্ক সরকার ও জার্মানিতে থাকা বড় তুর্কি কমিউনিটির ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তাদের সমালোচনা করে বলেছেন, ‘তারা কেমন ধরনের তুর্কি?’ আঙ্কারার মেয়র টুইটে বলেছেন, তারা আমাদের পেছন থেকে ছুরি মেরেছেন। জার্মান গণমাধ্যমের বরাত অনুযায়ী, এই টুইটটি বহুবার রিটুইট হয়েছে এবং এদের মধ্যে কয়েকজন ওই এমপিদের হত্যার হুমকি দিয়েছে।
×