ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবহনে শৃঙ্খলা না আসলে পদ্মা সেতু ও মেট্রোরেল করে লাভ হবে না ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৩৮, ১২ জুন ২০১৬

পরিবহনে শৃঙ্খলা না আসলে পদ্মা সেতু ও মেট্রোরেল করে লাভ হবে না ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহনে শৃঙ্খলা না আসলে পদ্মা সেতু ও মেট্রোরেল করে লাভ হবে না। তিনি বলেন, অবৈধ যানবাহনের কারণে সড়কগুলোতে যান চলাচল তো দূরের কথা হাঁটাও যাবে না। মন্ত্রী শুক্রবার দোহার, কেরানীগঞ্জ, মাওয়া, সিরাজদিখান ও মুক্তারপুরসহ আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে রাত পৌনে ৮টায় সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইজিবাইক তৈরির ছয়টি অবৈধ কারখানা আবিষ্কার করেন। এগুলো সিলগালা করার জন্য স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাস্তাগুলোতে হাজার হাজার অবৈধ ইজিবাইক। এগুলোর কারণে সড়কের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। তবে ঈদের আগেই এগুলো বন্ধ করা না হলেও এর উৎসমুখ বন্ধ করতে হবে। তাই এগুলো তৈরির সকল অবৈধ কারখানা বন্ধের জন্য মুন্সীগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।
×