ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্ট. আবাহনী- শেখ রাসেল ম্যাচ ড্র

প্রকাশিত: ০৮:২১, ১২ জুন ২০১৬

চট্ট. আবাহনী- শেখ রাসেল ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ফেডারেশন কাপ ফুটবলে ‘ডেথ গ্রুপ’-এ’ পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল এবং স্বাধীনতা কাপ ফুটবলের চ্যাম্পিয়ন-দেশীয় ফুটবলের নয়া পরাশক্তি চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ২০১২-১৩ মৌসুমের ট্রেবল শিরোপাজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ‘বি’ গ্রুপের এই দুই পরাশক্তি পরস্পরের মোকাবেলায় কেউ কাউকে হারাতে পারেনি। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দু’দল ড্র করে ১-১ গোলে। এর আগেরদিন (শুক্রবার) রাতের খেলায় আবাহনী লিমিটেড অঘটনের শিকার হয়। তাদের ১-০ গোলে হারিয়ে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ। শনিবারের খেলার ৫ মিনিটে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় ‘বন্দরনগরীর দল’ চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের ইনজুরি সময়ে ক্যামেরুনের ডিফেন্ডার জঁ জুলস ইকাঙ্গার গোলে সমতায় ফেরে শেখ রাসেল। বাকি সময়টায় উভয় দলই প্রতিপক্ষের গোলমুখে একাধিক আক্রমণ শাণিয়েও আর কোন গোলের দেখা পায়নি। উল্লেখ্য, এই ম্যাচে মামুনুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, সোহেল রানা, রায়হান হাসান ও ইয়ামিন মুন্না চট্টগ্রাম আবাহনীতে এবং জামাল ভুঁইয়া ও আলমগীর কবির রানা শেখ রাসেলের হয়ে খেলেন। তারা সবাই আদালতের নির্দেশে বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ে এই দুটি ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র পান। এর আগে তাদের নিজ ক্লাবের খেলোয়াড় বলে দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। পরে জামালের দাবি অনুযায়ী ওই খেলোয়াড়রা জামালের কাছ থেকে নেয়া অগ্রিম টাকা ফেরত দেন।
×