ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পূর্বাচলে ১৪২ তলা ভবন নির্মাণে আজ চুক্তি সই

প্রকাশিত: ০৮:২০, ১২ জুন ২০১৬

পূর্বাচলে ১৪২ তলা ভবন নির্মাণে আজ চুক্তি সই

বিশেষ প্রতিনিধি ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘আইকনিক’ ভবন নির্মাণের স্বপ্ন এবার বাস্তব হতে যাচ্ছে। ১৪২ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণে আজ রবিবার চুক্তি সই হবে। ভবনটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর অদূরে পূর্বাচলে আলোচিত ভবনটি নির্মিত হবে। এ টাওয়ার নির্মাণের জন্য চুক্তিকে কেন্দ্র করে কেপিসি গ্রুপের কর্ণধার বাংলাদেশী বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে। তার উপস্থিতিতে রবিবার কেপিসি গ্রুপ এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই টাওয়ার নির্মাণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন। জানা যায়, ‘পিপিপির আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। সিলেটের ছেলে বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ গড়ে তুলেছে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশে কিছু করার জন্যই তিনি অর্থমন্ত্রীর কাছে এই প্রকল্পের জন্য আগ্রহ দেখিয়েছেন। তার এই সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৪২ তলা এই টাওয়ারের নক্সা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে। এটি নির্মাণ সম্পন্ন হলে দুই পাশ থেকেই ’৭১ লেখা ফুটে উঠবে।
×