ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সংঘর্ষে যুবক নিহত ॥ গুলিবিদ্ধ-২

প্রকাশিত: ০৮:১৬, ১২ জুন ২০১৬

মুন্সীগঞ্জে সংঘর্ষে যুবক নিহত ॥ গুলিবিদ্ধ-২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দিতে শনিবার রাতে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত মোঃ জনি (১৭) ফার্নিচারের কর্মচারী। গুলিবিদ্ধ মানিক সরকার (৩০) ও কালু ব্যাপারীকে (৩১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অপু নামে এক যুবককে তিনটি পিস্তল ও পাঁচটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থল থেকে জানান, তাৎক্ষণিক অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়। বৃষ্টি উপেক্ষা করেই অন্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সূত্র জানায়, মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে বিগত পৌর নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল গ্রুপের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সংঘর্ষটি হয়। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। বাবুল গ্রুপের লোকজন আকস্মিক গুলিবর্ষণ করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটির জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শৈবাল কুমার বসাক জানান, নিহত জনির কিডনি বরাবর পেটে গুলি লাগে। পায়ে গুলিবিদ্ধ বাকি দুজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
×