ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৬ তারিখ ফল প্রকাশ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির আবেদন ২০ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত: ০৮:০১, ১২ জুন ২০১৬

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির আবেদন ২০ জুন পর্যন্ত বাড়ল

২০১৬-১৭ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা অধিদফতরাধীন সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস এ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসমূহে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তির অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা রমজানে স্কুল-কলেজ বন্ধ থাকাসহ সার্বিক বিবেচনায় ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। খবর তথ্য বিবরণীর। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অধিদফতরের সভাকক্ষে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত সময়সীমা অনুযায়ী ভর্তির ফল প্রকাশ করা হবে ২৬ জুন। মূল মেধা তালিকা হতে ভর্তির সময়সীমা ২৭ জুন হতে ৩০ জুন এবং অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির সময়সীমা ২ জুলাই হতে ২৫ জুলাই। ১৬ আগস্ট থেকে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে। প্রতিষ্ঠান, টেকনোলজি এবং শিফ্টভিত্তিক আসনসংখ্যাসহ বিস্তারিত বিবরণ কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেww w.techedu.gov.bd পাওয়া যাচ্ছে।
×