ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলি, উত্তেজনা

প্রকাশিত: ০৮:০০, ১২ জুন ২০১৬

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলি, উত্তেজনা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শনিবার বেলা অনুমান ১টা ৩০ মিনিটের দিকে বিএসএফ গরু চোরাকারবারীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। এ নিয়ে উভয় সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার শিমুলবাড়ীর নন্দিরকুঠি গ্রামের ফরিদুল ইসলাম, আব্দুল হাকিম ও মানিকের নেতৃত্বে বাংলাদেশী ১২/১৫ এবং ভারতের ১০/১২ জনের একটি গরু চোরাকারবারির দল শিমুলবাড়ী বিওপি’র সামনে আন্তর্জাতিক পিলার নং ৯৩৭-এর ৩ ও ৪ সাব পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে প্রকাশ্যে ভারতের কাঁটাতারের বেড়ায় মই লাগিয়ে গরু পাচারের সময় ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের থরাইখানা বিওপি’র-বিএসএফ সদস্য গরু চোরাকারবারিদের লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলিবর্ষণ করে। তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছে কি-না জানা না গেলেও ওই সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
×