ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:১৮, ১২ জুন ২০১৬

ক্যাম্পাস সংবাদ

চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আইডিয়া ভিত্তিক প্রতিযোগিতা মেইক-আ-থন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক এবং বেটার স্টোরিজের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে শীর্ষ ১০০ তরুণকে নিয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাঈদ আল মাহমুদ বিজয় ও শাকিল ম-লের কোয়ালিটি কন্ট্রোলার (কিউসি) প্রো। মেক-আ-থনে সবার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ‘মেকার ফেস্ট’। যেখানে বিভিন্ন প্রকল্প উপস্থাপন ও সেগুলোর কৌশল নিয়ে আলোচনা করা হয়। মূল পর্বে বাকৃবি থেকে গিয়েছিল পাঁচটি দলে ১৬জন সদস্য। মূলপর্ব থেকে সেরা ১০০ আইডিয়া থেকে প্রথম হয় বিজয়-শাকিলের কিউসি প্রো। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বিজয় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাবেন আমেরিকার সিলিকন ভ্যালেতে। এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বিজয় ও তার দলকে অভিনন্দন ও শুভ কামনা জানান। এইচএসসি ’৯৫ ব্যাচের ইফতার পার্টি ঢাকা কলেজ এইচএসসি ‘৯৫ সোসাইটি ‘ইফতার ও ডিনার পার্টি’ আয়োজন করেছে। আগামী ১৭ জুন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ (ব্যালকনি দ্বিতীয় তলা) এ ইফতার ও ডিনার পাটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে ঢাকা কলেজ এইচএসসি ’৯৫ ব্যাচের সকল ছাত্রদের এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন শেষ তারিখ : ১৩ জুন। রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা। যোগাযোগ : মোস্তাফিজুর রহমান জুয়েল-০১৯১৪১২৩৯৬১, খলিলুর রহমান-০১৭১১৯৮৬২৭২। মো. শাহীন সরদার
×