ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুক ও ব্রডের জন্য রানীর সম্মান

প্রকাশিত: ০৬:৫৯, ১২ জুন ২০১৬

কুক ও ব্রডের জন্য রানীর সম্মান

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন এ্যালিস্টার কুক। একইসঙ্গে কম বয়সে এই ক্লাবে নাম লেখাতে সাদা পোশাকের ইংলিশ অধিনায়ক পেছনে ফেলেছেন গ্রেট শচীন টেন্ডুলকরকেও। অন্যদিকে বল হাতে দলের অন্যতম নিয়মক স্টুয়ার্ড ব্রড, বর্তমানে তিন নম্বরে থাকলেও কিছুদিন আগেও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন এই পেসার। দারুণ এক পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন দুই তারকা। বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে বিশেষ সম্মাননা তালিকায় জায়গা করে নিয়েছেন কুক ও ব্রড। ব্রড এমন সম্মাননায় এবারই প্রথম, অন্যদিকে পাঁচ বছর আগে এ ধরনের পুরস্কার (এমবিই) পেয়েছিলেন ৩১ বছর বয়সী কুক। তার আগের পুরস্কারটির নাম ছিল সিবিই। আর ২৪ জুন ৩০Ñএ পা দিতে যাওয়া ব্রড পাচ্ছেন এমবিই পুরস্কার। ২১ এপ্রিল ৯০ বছর পূর্ণ করেন ইংল্যান্ড রাজপরিবারের সম্মানীয়তম ব্যক্তি রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রতিবছরই তার জন্মদিন উপলক্ষে দেশটির ক্রীড়া-সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের কীর্তিমানদের পুরস্কৃত করা হয়। কুক-ব্রড ছাড়া এবার এই সম্মানের জন্য মনোনীত হয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার এ্যালান শিয়েরার। তিনি ১৯৯২ থেকে ২০০০ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচ খেলে ৩০ গোল করেন। দ্বিতীয়বারের মতো সম্মানীয় এই পুরস্কারের তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বসিত কুক। ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার এবং আমার পরিবারের জন্য দারুণ কিছু। এমন পুরস্কারের জন্য মনোনীত করায় আমি গর্বিত। ১০ বছরের ক্যারিয়ারে সতীর্থ, কোচ, বন্ধু এবং পরিবার আমার পাশে ছিল। তাদের ধন্যবাদ। সমর্থক যারা আমাকে কঠিন সময়েও সমর্থন দিয়েছেন, তাদের কাছেও কৃতজ্ঞ। সতীর্থ-সমর্থকদের সমর্থন ছাড়া কখনও এখানে আসতে পারতাম না।’ ১২৮ টেস্টে কুকের মোট রান ১০,০৪২। সেঞ্চুরি ২৮টি। উভয় ক্ষেত্রেই যা ইংল্যান্ডের হয়ে রেকর্ড। প্রথমবারের মতো মনোনীত ব্রডও খুব খুশি। তিনি বলেন, ‘এটা অনেক সমম্মানের ও বিশেষ কিছু। অবশ্যই আমি উচ্ছ্বসিত, গর্বিত। এটা আমার পরিবারের জন্যেও সম্মানের। সেই ছোটবেলা থেকে, ক্রিকেটকে ভালবাসার সুযোগ করে দেয়ার জন্য এখন আমার বাবা-মা আমাকে নিয়ে গর্ব করতে পারেন। ২০০৬ থেকে ৯৩ টেস্টে ৩৪৩ এবং ১২১ ওয়ানডেতে ১৭৮ উইকেট শিকার করেছেন নটিংহ্যামশায়ারে জন্ম নেয়া ব্রড। দুই তারকার সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রাভস বলেন, ‘চমৎকার ব্যাপার যে ওরা দু’জন একসঙ্গে সম্মাননা পাচ্ছে। কুকের সাফল্য তাকে বর্তমানে একজন গ্রেট ক্রিকেটারে পরিণত করেছে। টেস্টে অসাধারণ পারফর্মার সে। আর ব্রড দলের সেরা ফাস্ট বোলার।’
×