ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ ও নওগাঁয় সংঘর্ষ ॥ আহত ৭০

প্রকাশিত: ০৬:৪৬, ১২ জুন ২০১৬

হবিগঞ্জ ও নওগাঁয় সংঘর্ষ ॥ আহত ৭০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১১ জুন ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দুপুরে বানিয়াচঙ্গের নির্ভৃত পল্লী গানপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে ৫০ জন। এরমধ্যে গুরুতর আহত ১৫ জনকে সদর ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ওই গ্রামের মোহিত মিয়া ও মোহন আলীর সশস্ত্র লোকজনের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে। নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, মান্দায় মসজিদের ইমাম নিয়ে কটূক্তি করায় গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার বড়বেলালদহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারপিট ঘটনার জের ধরে শনিবার সকালে গ্রামের ৩টি বাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদের হিসাব-নিকাশ ও তারাবিহ নামাজের টাকা নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তার ভাই করমত উল্লাহর সঙ্গে সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর বাকবিত-া হয়। এক পর্যায় তারা মসজিদের ইমাম মোবারক হোসেনের দাঁড়ি কেটে নেয়াসহ অশালীন মন্তব্য করার জের ধরে ওইদিন সন্ধ্যায় ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে বিদ্যুৎ, ফিরোজ, শরীফসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে মাগরিবের নামাজে অংশ নেয়া মুসল্লিদের ওপর হামলা করে। এদিকে মারপিটের এ ঘটনার জের ধরে শনিবার সকালে আক্কাস পক্ষের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের সামসুল ইসলাম, শরীফ উদ্দিন ও জনাব আলীর বাড়ি ভাঙচুর করে। ওয়াসার পানি দাবিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১১ জুন ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকু-া এলাকায় ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের ধনকু-া উত্তরপাড়া এলাকার জনগণ এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সৃষ্টি করে। এলাকার কয়েক’শ নারী-পুরুষ কলসি ও ওয়াসার ময়লা পানি রাস্তায় ফেলে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কের উভয় পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অবরোধের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড এলাকায় ওয়াসার অনিয়মিত পানি সরবরাহ, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করার অভিযোগে আন্দোলন করে আসছে সাধারণ লোকজন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ওয়াসা চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না। এমনকি কোন কোন এলাকায় একেবারেই পানি পাচ্ছে না। ফলে পানির জন্য এলাকাবাসী চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বর্ণের ২২ বারসহ ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জুন ॥ কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া জুয়েলার্সের মালিক বল্লভ কর্মকারকে (৫৫) শুক্রবার রাতে নতুন বাজার দোকান থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২২ স্বর্ণের বার জব্ধ করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালীর সদস্যরা অভিযান চালিয়ে এ পরিমাণ স্বর্ণালঙ্কারসহ বল্লভ কর্মকারকে গ্রেফতার করেছে। বল্লভ কর্মকারকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাঁচ সাংবাদিকের ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ জুন ॥ পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। ছিনিয়ে নেয়া হয়েছে ক্যামেরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের বদরঘাট এলাকায় একটি জমি দখল ও গাছ কেটে নেয়ার সংবাদ সংগ্রহের জন্য মাই টিভি স্থানীয় প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাধারণ সংম্পাদক অহিদুজ্জামান ডিউক, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জসিম উদ্দিন, দেশকাল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, আঞ্চলিক দৈনিক আজকের খবরের প্রতিনিধি মনিরুজ্জামান হিরন ও সংবাদপ্রতিদিনের জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন ঘটনাস্থলে গেলে এ্যাডভোকেট বাদশা আলমের নেতৃত্বে ১০/১৫ সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং মাই টিভির সাংবাদিক অহিদুজ্জামানের ক্যামেরা সিনিয়ে নেয়। খুলনায় গুণীজন সম্মাননা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান বিশ্বাস। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল হোসেন রাজুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যাদের সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করা হয় তারা হলেন ভাষা আন্দোলনে আবু মহম্মদ ফেরদাউস (মরণোত্তর), মুক্তিযুদ্ধে এ্যাডভোকেট ফিরোজ আহমেদ (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশীদ, সমাজসেবায় এস এম শাহনওয়াজ আলী, পরিবেশে এস এম ইকবাল হোসেন বিপ্লব, চারুকলায় মিলন বিশ্বাস। অটিজম নিয়ে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১১ জুন ॥ শনিবার দিনব্যাপী অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নঈম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। দখলকৃত জলাশয়ের মাছ দুস্থদের মাঝে বিতরণ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ জুন ॥ ইউপি নির্বাচনে খ্রীস্টান ধর্মবলম্বীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী স্থানীয় যুবলীগ নেতা আল-আমিনের দখলকৃত জলাশয়ের মাছ ধরে এলাকার দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের ভবানীপুর এলাকায় জলাশয় থেকে মাছ ধরে এলাকার অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। জানা গেছে, ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খ্রীস্টান পল্লী ভবানীপুরে আল-আমিনের শ^শুর অজল হক ইউপি নির্বাচন করে ৩নং ওয়ার্ড থেকে। আল-আমিন শ^শুরের পক্ষে জাল ভোট দেয়ার সময় ওই এলাকার অপর প্রার্থী জোনাস কস্তার পক্ষে খ্রীস্টান ধর্মাবলম্বীরা জাল ভোট দিতে বাধা দিলে আল-আমিনের লোকজন অর্ধশতাধিক খ্রীস্টান ধর্মাবলম্বীদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় আল-আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকে আল-আমিন গ্রেফতারের ভয়ে গা ঢাঁকা দেয়। শনিবার দুপুরে আল-আমিনের দখল করা জলাশয়ের মাছ ধরে বিরুলিয়ার বিভিন্ন এলাকায় বিনামূল্যে বিতরণ করে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের লোকজন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
×