ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে ক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৪, ১২ জুন ২০১৬

দেশজুড়ে ক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী, পাবনায় অনুকূল ঠাকুরের আশ্রম সেবায়েত ও নাটোরে খ্রীস্টান ব্যবসায়ীসহ সমস্ত হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার দাবিতে শনিবার সারাদেশে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : ফরিদপুর শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরবাসী ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। ‘এই মৃত্যু উপত্যকা আমার প্রিয় স্বদেশ হতে পারে না, শান্তির বাংলাদেশ গড়তে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস মুক্ত, জঙ্গীমুক্ত, অসম্প্রদায়িক নিরাপদ দেশে’র দাবিতে এ কর্মসূচী পালিত হয়। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন প্রবীণ অধ্যাপক শাহজাহান, বেসরকারী উন্নয়নকর্মী আজহারুল ইসলাম, আ ন ম ফজলুল হাদী, আবু সুফিয়ান চৌধুরী, সাংবাদিক পান্না বালা ও কামরুজ্জামান সোহেল। রংপুর শনিবার বিকেলে রংপুর নগরীর কাচারীবাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অজয় প্রসাদ বাবন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর সভাপতি শ্রী বনমালী পাল, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি ম-ল, যুবলীগ নেতা গোলাম রব্বানী বিপ্লব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পার্থ বোস, প্রচার সম্পাদক সমরেশ দাস সাগর, সৎসংঘ রংপুর জেলার সভাপতি চিত্তরঞ্জন সরকার, কাউনিয়া উপজেলা আহবায়ক কমল কুমার, সদস্য সচিব রতন চন্দ্র বর্ম্মণ ও প্রহ্লাদ রায়। সিলেট শনিবার নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে বক্তারা বলেন- দেশের গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিরীহ মানুষদের গুপ্তহত্যা করা হচ্ছে। এসব হত্যাকা-ের দায় সরকার ও প্রশাসন এড়াতে পারবে না। হত্যা, গুম বন্ধ না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- পূজা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর শাখার সভাপতি এ্যাডভোকেট বিমান চন্দ্র দাস, ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বীজ দাস গৌরাঙ্গ, জগদ্বন্ধু মঠের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, ঐক্য পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, নিম্বার্ক আশ্রমের সভাপতি বিমলেন্দু দে নান্টু, মহানাম সেবক সংঘের সহসভাপতি মনোজ বিকাশ দেবরায়, খ্রীস্টান নেতা দীনেশ সাংমা, গীতা সংঘের প্রণব জ্যোতি মজুমদার, সৎসঙ্গ বিহারের জলি চন্দ, পুরোহিত ম-লীর এ্যাডভোকেট সন্তোষ ভট্টাচার্য, ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা শাখার সভাপতি সুবল চন্দ্র পাল, রাজনীতিবিদ ও মহানগর নেতা তপন মিত্র, ঐক্য পরিষদ মহানগর শাখার সম্পাদক প্রদীপ কুমার দেব, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রঞ্জন ঘোষ, ‘সিলেট বিবেক’ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ। যশোর শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহিত কুমান নাথ বলেন, কলেজ শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তার স্বজন, ধর্মীয় নেতা সবাই গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। দেশকে অস্থিতিশীল করে তুলতে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা ঘটেই চলেছে। উপস্থিত ছিলেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, আইনজীবী সমিতির সভাপতি আব্দুস শহীদ লাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, যোগেশ দত্ত প্রমুখ। গাইবান্ধা শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন রণজিত বকসী সূর্য্য, পরেশ চন্দ্র সরকার, সুদেব চৌধুরী, মিহির ঘোষ, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, রেবতী বর্মণ, রকি দেব, পলাশ চাকি, চঞ্চল সাহা, শংকর চক্রবর্ত্তী। জয়পুরহাট শনিবার দুপুরে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। মানববন্ধন শেষে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রেবতি মোহন ম-ল, সাধারণ সম্পাদক প্রভাষক রানা কুমার ম-ল, সাবেক সভাপতি এ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা, পৌর সভাপতি নির্মল কুমার ম-ল, জেলা সিপিবি সেক্রেটারি দেওয়ান মোঃ বদিউজ্জামান, এ্যাডভোকেট হৃশিকেষ সরকার, সুজন কুমার ম-ল, নেপাল চন্দ্র ম-ল। বাগেরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিব প্রসাদ ঘোষের সভাপতিত্বে শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে এ সমাবেশে বক্তব্য দেন অবনীশ চক্রবর্ত্তী সোনা, স্বপন দাস, অসীম সরকার, মধু সুধন দাম, মুক্তিযোদ্ধা মানিকলাল মজুমদার, প্রদীপ বসু সন্তু, স্বপন বিশ্বাস, নিলয় ভদ্র, মায়া চক্রবর্ত্তী, লক্ষী রানী মল্লিক, রেবা রানী ম-ল, সুমনা রায়, নারায়ণ বিশ্বাস, বিশ্বনাথ গৌতম, অরিন্দম দেবনাথ প্রমুখ। নেত্রকোনা সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নেত্রকোনা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন: নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়, কেশব রঞ্জন সরকার, গাজী মোজাম্মেল হোসেন টুকু, মঙ্গল চন্দ্র সাহা, সীতাংশু বিকাশ আচার্য, সত্যব্রত চন্দ প্রমুখ। টাঙ্গাইল শনিবার বেলা ১২টা থেকে শহরের নিরালা মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল কুমার সাহা, শ্রী শ্রী কালিবাড়ীর সহ-সভাপতি চিত্তরঞ্জন সরকার, যুগ্ম সম্পাদক প্রদীপ গুণ, পূজা উদযাপন পরিষদ কমিটির সদর থানার সভাপতি উদয় লাল গৌর, চন্দন বসাক, অর্জুন কুমার দাস, শান্তি রঞ্জন রায়, অমূল্য মোহন দাস। ঝিনাইদহ শনিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচীর আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুবির সমার্দ্দার, বাবু বিনয় কুমার বিশ্বাসসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রাবি শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে ইংরেজী বিভাগ। বক্তব্য দেন, ড. এএফএম মাসউদ আখতার, ড. শেহনাজ ইয়াসমীন, ড. শহীদুল্লাহ, জহুরুল ইসলাম, অসীম কুমার দাস, শহীদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও রুবাইদা আখতার। সিরাজগঞ্জ শনিবার সকালে সিরাজগঞ্জ মুজিব সড়কের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভু আখড়ার সামনে জেলা পূজা উদযাপন পরিষদ,সৎসঙ্গ আশ্রমের উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল পোদ্দার, সলঙ্গা থানার সহসভাপতি গজেন্দ্র নাথ ম-ল, সিরাজগঞ্জ জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক দিলীপ গৌর ও সদস্য সচিব রিংকু কু-ু। সীতাকু- (চট্টগ্রাম) শনিবার সকাল ১১টায় পৌর সদর বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন রেহান, সহ-সভাপতি মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা জিলানী, রাহাত, হেলাল, জোবায়ের, তন্ময়, অর্প, নজরুল, তানবির ও মনির। নোয়াখালী শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে শহরের টাউন হল মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা টাউন হলের মোড়ে জড়ো হয়। দুপুর পৌনে বারোটায় হত্যা, গুপ্ত হত্যার প্রতিবাদ সংবলিত ব্যানার নিয়ে তারা সেখানে মানববন্ধন ও সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি সুধীর রঞ্জন সাহা। বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের কোষাধ্যক্ষ তপন কুমার মজুমদার, যুগ্ম সম্পাদক কিশোর চন্দ্র শীল, বাবুল কান্তি মজুমদার, তপন ঘোষ, ছাত্র-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাপ্পু সাহা, জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ। হবিগঞ্জ শনিবার দুপুরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত ক্ষুব্ধ নারী-পুরুষ। পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজন ও অপু মোদকের সঞ্চালনায় জেলা কালেক্টরেট কার্যালয় সংলগ্ন দুর্জয় স্মৃতি সৌধের সম্মুখে অনুষ্ঠিত প্রায় দু’ঘণ্টাব্যাপী এই কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন এ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, এ্যাডভোকেট পূর্ণ্যব্রত চৌধুরী বিভু, পিযূষ চক্রবর্র্তী, অনুপ কুমার দেব মনা, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। কক্সবাজার কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সৎসঙ্গ আশ্রমের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাখাল পাল। প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রনজিত দাশ। বক্তব্য রাখেন-দুলাল চক্রবর্তী, বাবুল শর্মা, উদয় শঙ্কর পাল মিঠু, অধ্যাপক অজিত দাশ প্রমুখ। মুন্সীগঞ্জ মানববন্ধন কর্মসূচী পালন করেছে টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কমসূচী পালন করা হয়। এ সময় ওই সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।
×