ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোয়ারে প্লাবিত মহেশখালী ॥ ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৬:৩৫, ১২ জুন ২০১৬

জোয়ারে প্লাবিত মহেশখালী ॥ ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ১১ জুন ॥ শুক্রবার থেকে একটানা বর্ষণ ও জোয়ারের পানিতে কক্সবাজারের ঊপকূলীয় দ্বীপ মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, সোনাদিয়া দ্বীপসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এলাকার গাছপালা ,কাঁচা ঘরবাড়ি, চিংড়িঘের, পানের বরজসহ এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে এবং নিম্নঞ্চলীয় এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলার ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নে শনিবার ভোরে একটানা প্রবল বর্ষণ ও ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্রায় পঞ্চাশটি কাঁচা ঘরবাড়ি বিধস্ত, দশটি চিংড়িঘেরের ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে কালারমারছড়া,শাপলাপুর ও হোয়ানক ইউনিয়নে পাঁচটি কাঁচাবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত ও শতাধিক পানের বরজের পান নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনন্দ গোপালের বাড়িতে বিএনপি প্রতিনিধি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ জুন ॥ বিএনপির প্রতিনিধি দল ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে শোক ও সমবেদনা জানাতে যান। শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঝিনাইদহের করাতিপাড়া গ্রামে নিহতের স্ত্রী শেফালী গাঙ্গুলী ও দুই ছেলে অরবিন্দু গোপাল গাঙ্গুলী ও সিন্ধু গোপাল গাঙ্গুলীর সঙ্গে কথা বলেন। সেসময় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, শান্তিপূর্ণ সমাজকে বিভক্ত করে তোলার জন্য যে ঘটনাগুলো ঘটছে- তার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বের করতে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের ব্যর্থতা আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি, এখানে রাষ্ট্রের নিরাপত্তা, শান্তি অগ্রগতি ও সমস্ত সাম্প্রদায়ের শান্তি শৃঙ্খলা জড়িত। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্ব দলীয়ভাবে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন এ ঘটনায় উদ্বিগ্ন ও শোকাহত। বিএনপির পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাতে আমরা এখানে এসেছি। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা জয়ন্ত কুমার কু-ু, জন গমেজ অমলেন্দ বিশ্বাস, জেলা নেতা আব্দুল মালেক, কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্কুল কমিটি নিয়ে বোমাবাজি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার সকালে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কদমবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করাকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল জব্বার ও আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে শুক্রবার রাতে আব্দুল জব্বারের লোকজন মুকুল হোসেনের বাড়ির কাছে বোমার বিস্ফোরণ ঘটায়। শনিবার সকালে আবারও হামলার চেষ্টা করলে এলাকাবাসী আব্দুল জব্বারকে ধাওয়া করে। পরে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শনিবার ভোরে বাঘারপাড়ায় আবু ইছা (৪৫) নামে এক সাবেক ইউপি মেম্বারকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে তিনি আহত হন। তবে, আহতের স্ত্রীর দাবি, শুক্রবার রাত দুইটার দিকে পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আহত আবু ইছা বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাঘারপাড়া থানার ওসি ছয়েরুদ্দিন আহমেদ জানান, ভোর চারটার দিকে তারা বিশেষ অভিযানে ছিলেন। ওই সময় যশোর-মাগুরা সড়কের কোদালিয়া এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে কয়েক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তার ডান পায়ে একটি গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবু ইছাকে উন্নত চিকিৎসার্থে শনিবার সকাল দশটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ইউপি চেয়ারম্যান পিতার গুলিতে ছেলে আহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের গুলিতে তার ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ সোহাগ হোসেনকে (২২) যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঝিকরগাছা উপজেলার সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সোহাগের পিতা নজরুল ইসলাম ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার শর্টগান দিয়ে ছেলে সোহাগকে গুলি করেন। গুলি তার পায়ে বিদ্ধ হয়েছে। ডাকাতির চেষ্টা ॥ মাইক্রোসহ গ্রেফতার ১০ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বায়া এলাকায় ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর সহায়তায় মাইক্রোবাসসহ ১০ ডাকাততে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতের এ দলে থাকা একজন নারী সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ডাকাতদের স্থানীয় বায়া পুলিশ ফাঁড়িতে নিলে স্থানীয়রা তাদের ছিনিয়ে নিতে তুলকালাম কা- ঘটায়। তারা ফাঁড়ি ঘেরাও করে ডাকাতদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। গ্রেফতারকৃত সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এরা হলোÑ তুষার, সুজন, রনি, জনি, কুরবান, রবিউল, রানা, ওমর ফারুক, মামুন ও নারী সদস্য নাসিমা বেগম। এর বাড়ি পবা উপজেলার বিরস্থল এলাকায়। তার বাড়িতে বসেই ডাকাতরা পরিকল্পনা করছিল। রাতের বেলা মাইক্রোবাস নিয়ে তাদের চলাচলে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আগের মামলাগুলোর বাদীদের ডেকে ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ জুন ॥ সাভারে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার রাতে তাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের ঝাউচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার র‌্যাব-৪ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃতের নাম ইব্রাহীম মিয়া (৪৫)। সে ঝাউচর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। ৮শ’ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মাদকজোন হিসেবে পরিচিত গোদাগাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান ওরফে জিয়া (৩২) নামে চিহ্নিত এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কসাইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া কসাইপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদ- নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১১ জুন ॥ দৌলতপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ২টার দিকে তাদের এ কারাদ- দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ফিলিপনগর এলাকার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আজমল হোসেন, রেজান আলী ও ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদ- অনাদায়ে কারাদ- প্রদান করা হয়। খালে বাঁধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১১ জুন ॥ চরফ্যাশনের শশীভূষণ থানার উত্তর মঙ্গল গ্রামের কাউনিয়া খালে বাঁধ দিয়ে মেহেদী নামের এক ব্যক্তি মাছের ঘের তৈরি শুরু করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চলতি বর্ষা মৌসুমে চরকলমীর ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দারা পানিবন্দী হওয়াসহ হাজার একর জমি অনাবাদের আশঙ্কা করছেন। খালে বাঁধ দেয়ার প্রতিবাদে এলাকাবাসী শনিবার সকাল ৯টায় মানববন্ধন করেছেন। মানববন্ধনে ইউপি সদস্য মাইনুদ্দিন ও ফয়েজ আহম্মদসহ দুই ওয়ার্ডের তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। যানজট নিরসনে সভা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১১ জুন ॥ কেরানীগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিবহন শ্রমিক, চালক ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে কদমতলীর ডিবি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান।
×