ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচদিন পর যুবকের পুঁতে রাখা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩২, ১২ জুন ২০১৬

পাঁচদিন পর যুবকের পুঁতে রাখা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ জুন ॥ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শিমুলিয়া (আনন্দবাজার) গ্রামে। পুলিশের ধারণা, মাত্র ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়ার জন্যই তাকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। এদিকে লাশ উদ্ধারের পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে আব্দুল মজিদের বাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম জানান, শিমুলিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র তুহিন (৩৫) ৬ জুন গার্ক নামে একটি সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। দুই হাজার টাকা দেনা পরিশোধ করে পরদিন মঙ্গলবার দুপুর দেড়টায় ১৮ হাজার টাকা নিয়ে গরু কেনার জন্য রানীনগর উপজেলার ত্রিমোহিনী হাটের উদ্দেশে রওনা দিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পারিবারিকভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তুহিন গ্রামে যাদের সঙ্গে মেলামেশা করে তাদের সবার কাছে খোঁজ করা হয়। এ অনুসন্ধানের চার দিন পর শুক্রবার তাদের একজন আভাস দেয় যে, আব্দুল মজিদের বাড়ির আঙ্গিনায় কোদাল দিয়ে মাটি খনন করা হয়েছে। ওই জায়গায় মাটি খনন করলে কিছু পাওয়া যেতে পারে। এ তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। পুলিশ স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে শনিবার সকালে ওই গ্রামের মৃত মফিজ ফকিরের ঘরজামাই আব্দুল মজিদের বাড়ির আঙ্গিনা খুঁড়ে তুহিনের দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করে। মহাশ্মশানের রাস্তা ভূমিদস্যুর দখলে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ জুন ॥ ধামইরহাট উপজেলার চকযদু মহাশ্মশানের রাস্তাটি শ্রেণী পরিবর্তন করে দখলে নিয়েছে এলাকার চিহ্নিত স্বাধীনতাবিরোধী ভূমিদস্যুরা। ফলে বর্ষাকালে ওই শ্মশানে শবদেহের শেষকৃত্য অনুষ্ঠান এবং সপ্তাহের রবিবার স্থানীয় হাটের দিন নদীর ওপারের মানুষজন তাদের গবাদিপশু হাটে আনতে পাওে না। ফলে সাধারণ হাটুরেদের পাশাপাশি এলাকার সংখ্যালঘুরা ওই শ্মশানে শবদেহের সৎকার করতে গিয়ে চরম বিপাকে পড়ে।
×