ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়কে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩২, ১২ জুন ২০১৬

বাগেরহাটে আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়কে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট ও মোরেলগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কর্মী ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শনিবার সকালে মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়মী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মফ্ফার চৌধুরী (৬৪) নামে এক কর্মী নিহত এবং ২৫ জন আহত হয়। এ সময় সাত বাড়ি ভাংচুর ও মালামাল লুট করা হয়। অপরদিকে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে নিজ চিংড়িঘেরে শেখ রফিকুল ইসলাম (৩৫) নামের এক চিংড়িঘের ব্যবসায়ীকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। পুলিশ এদিন দুপুরে উভয়ের লাশ উদ্ধার করেছে। মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়মী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চলাকালে কাওসার আলী চৌধুরীর ভাই মফফার চৌধুরীকে প্রতিপক্ষ এনায়েত চৌধুরীর লোকজন এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ সময়ে সংঘর্ষে দুই গ্রুপের ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সাত বাড়ি ভাংচুর ও মালামাল লুট করা হয়। মোরেলগঞ্জ উপজেলার শেখ রফিকুল ইসলাম নামে এক চিংড়ি খামারিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে শনিবার সকালে স্থানীয়রা রফিকুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত খামারি খারুইখালী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। চট্টগ্রামে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, পাহাড়তলী সেগুন বাগান রেলওয়ে আবাসিক এলাকার একটি নালা থেকে হত্যার পর আগুনে পোড়া একটি মৃতদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে দশটায় অজ্ঞাতনামা এ লাশটি (২৫) উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বরিশালে বৃদ্ধ স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের একটি পুকুর থেকে শনিবার দুপুরে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের মহিউদ্দিন মোল্লা (৬৮) শনিবার ঘরের পাশের পুকুরে পড়ে যায়। দাউদকান্দিতে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি থেকে জানান, গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টায় দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দিতে গোমতী নদীতে ভাসমান অবস্থায় রাবেয়া বেগম (৭০) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়।
×