ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে ডায়নোসরের পায়ের ছাপ !

প্রকাশিত: ০৬:১২, ১২ জুন ২০১৬

ভারতে ডায়নোসরের পায়ের ছাপ !

পৃথিবীতে ডায়নোসর প্রজাতির প্রাণী যে ছিল তা ইতোমধ্যেই বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত। এই প্রজাতির প্রাণীরা পৃথিবীর বুকে কতদিন আগে ছিল তা নিয়ে রয়েছে নানা অভিমত। সে অভিমত যাই হোক না কেন, ভারতে নতুন করে আবিষ্কার হয়েছে ডায়নোসরের পায়ের ছাপ। ভূ-তত্ত্ব¡বিদদের মতে, ইউব্রোনটিস গ্লেনেরোনসেনসিস থেরোপড প্রজাতির এই ডায়নোসরটি আনুমানিক ১৫০ লাখ বছর আগে ভারত ভূখ-ে বসবাস করত। সেই সময়কারই ওই পায়ের ছাপটি উদ্ধার করা হয়েছে জয়সলমেরের থাইয়ত এলাকা থেকে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই প্রজাতির ডায়নোসররা সাধারণভাবে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উচ্চতার হতো। এর আগে এই প্রজাতির ডায়নোসরের জীবাশ্ম ফ্রাস, পোল্যান্ড, সেøাভাকিয়া, ইতালি, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকাতে পাওয়া গেছে। অন্যদিকে, ডায়নোসরের ডিম, দাঁতের পাটি ও হাড় উদ্ধার করা হয়েছে ভারত থেকে। এই প্রজাতির ডায়নোসরের পায়ের ছাপ এই প্রথম ভারতের মাটি থেকে উদ্ধার করা হলো। -জি নিউজ
×