ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রমিক নিহতের গুজব

গাজীপুরে বাসে অগ্নিসংযোগ ভাংচুর

প্রকাশিত: ০৬:১০, ১২ জুন ২০১৬

 গাজীপুরে বাসে অগ্নিসংযোগ ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাস চাপায় শ্রমিক নিহতের গুজবে শনিবার এক সোয়েটার কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর করেছে। এ সময় তারা ঢাকা-টঙ্গাইল মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ইটাহাটা এলাকায় দিগন্ত সোয়েটার কারখানার সামনে শনিবার সকাল ৮টার দিকে নিরাপত্তাকর্মী মোঃ ফজলুল হক (৫০) ওই কারখানার শ্রমিকদের রাস্তা পারাপারে সহায়তা করছিলেন। এ সময় ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক, নিরাপত্তাকর্মী ফজলুল হক ও বাবুল (২৫) নামের এক অপারেটরসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে বাবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। তবে মোটরসাইকেল আরোহীর নাম জানা যায়নি। এদিকে এ দুর্ঘটনায় বাবুল ও ফজলুল হক মারা গেছেন এমন খবর কারখানায় ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা একই পরিবহনের অপর একটি বাস ওই এলাকা অতিক্রম করার চেষ্টাকালে উত্তেজিত শ্রমিকরা সেটি ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
×