ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের সাক্ষাত

আপীলের রায়ের রিভিউ চাইবেন মীর কাশেম

প্রকাশিত: ০৬:০৮, ১২ জুন ২০১৬

আপীলের রায়ের রিভিউ চাইবেন মীর কাশেম

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবী ছেলেসহ পাঁচ আইনজীবী শনিবার দেখা করেছেন। সাক্ষাতকালে মীর কাশেম আলী আপীলের রায়ের রিভিউ চাইবেন বলে তার আইনজীবীদের জানিয়েছেন। মৃত্যু পরোয়ানা জারির পর কারাগারে মীর কাশেম আলীর সঙ্গে তার আইনজীবীদের এটিই প্রথম সাক্ষাত বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শনিবার বেলা ১১টার দিকে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত মীর কাশেম আলীর সঙ্গে রিভিউর ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে তার ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, এ্যাডভোকেট বজলুর রহমান ও ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচ আইনজীবী কারাগারে আসেন। পরে আনুষ্ঠানিকতা শেষে তাদের বেলা ১১টা ৪০ মিনিটে মীর কাশেম আলীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয়। তারা কারাগারের একটি কক্ষে সাক্ষাত করেন এবং প্রায় ৪৫ মিনিট কথা বলেন। এরপর ১২টা ২৫ মিনিটে তারা কারাগার থেকে বের হন। মৃত্যু পরোয়ানা জারির পর কারাগারে মীর কাশেম আলীর সঙ্গে তার আইনজীবীদের এটিই প্রথম সাক্ষাত। কারাগারে মীর কাশেম আলীর সঙ্গে সাক্ষাত শেষে তার আইনজীবী মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, মীর কাশেম আলী তার বিরুদ্ধে মৃত্যুদ-ের রায়ের রিভিউ আবেদন করবেন। এজন্য আমাদের সকল প্রস্তুতি নিতে বলেছেন। রিভিউর জন্য আপিল রায়ের ‘সার্টিফায়েড কপির আবেদন করা হয়েছে। হয়ত রবিবার আমরা সেটা হাতে পাব। এরপর রিভিউর প্রস্তুতি নেয়া হবে।
×