ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় আশ্রমের সেবায়েত হত্যায় গ্রেফতার ১

প্রকাশিত: ০৬:০৪, ১২ জুন ২০১৬

পাবনায় আশ্রমের সেবায়েত হত্যায় গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ জুন ॥ ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পা-ে হত্যাকা-ের এখনও কোন ক্লু পায়নি পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। হত্যাকা-ের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আরিফুল ইসলাম (৩০) শহরের চর ঘোষপুর এলাকার আবুল কাশেমের ছেলে। শনিবার রাত ১১টার দিকে চর ঘোষপুর থেকে তাকে আটক করা হয় বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান। ওসি আব্দুল্লাহ বলেন, সেবায়েত নিত্যরঞ্জন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে চর ঘোষপুরের একটি বাড়ি থেকে রাতে আরিফুলকে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি। এ পুলিশ কর্মকর্তা বলছেন, আটক আরিফুল ওই এলাকার ইসার শিল্পী মসজিদের ইমাম ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে নৃশংস এ হত্যাকা-ের ঘটনায় শোকে ক্ষোভে ফুঁসছে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৩টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে সেবায়েত নিত্যরঞ্জন পা-ের হত্যার প্রতিবাদে ও ঘাতকদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রম এ মানববন্ধনের আয়োজন করে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেবায়েতের ঘাতকদের গ্রেফতার দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে অকার্যকর জঙ্গীরাষ্ট্র ঘোষণার পাঁয়তারায় বিএনপি-জামায়াত টার্গেট কিলিংয়ে মেতে উঠেছে।
×