ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে স্কুল শিক্ষকসহ নিহত ১৩

প্রকাশিত: ০৬:০৩, ১২ জুন ২০১৬

বজ্রপাতে স্কুল শিক্ষকসহ নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে কৃষকসহ চারজন, টাঙ্গাইলের নাগরপুরে স্কুল শিক্ষক, মাদারীপুরে ২, নোয়াখালীতে ২, বাউফলে ১, বরিশালে ১ এবং কক্সবাজারে দুই জেলে রয়েছে। এছাড়া শিশুসহ আরও ১১ জন আহত হয়েছে। শনিবার বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের চেচুয়াজানী গ্রামের মৃত সোহরাব আলী খানের ছেলে ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অব) নজরুল ইসলাম খান (৭৫) শনিবার সকালে বাড়ি থেকে পাশের গ্রাম সারাংপুর যাচ্ছিলেন। তিনি বাড়ির পাশে রাস্তায় পৌঁছলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর ॥ শনিবার দুপুরে শিবচরের কাওড়াকান্দিতে বজ্রপাতে ফয়সাল সরদার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও দুজন। নিহত ফয়সাল শিবচরের চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে। এদিকে বিকেল তিনটার দিকে রাজৈরের শাখারপাড়ে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও দুই শিশু। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কক্সবাজার ॥ বজ্রপাতে উখিয়া ও টেকনাফে দুই মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর এবং উখিয়ার রহমতের বিল এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে। টেকনাফে মাছ শিকাররত অবস্থায় নিহত রোহিঙ্গা জেলের নাম কামাল হোসেন (২২)। তিনি বাহারছড়া শামলাপুর অবৈধ রোহিঙ্গা বস্তির আমির হোসেনের পুত্র। অপর মৎস্য ব্যবসায়ী সিরাজদ্দৌল্লাহ (৪০) উখিয়ার রহমতের বিলের মাস্টার কামাল উদ্দিনের পুত্র। বাগেরহাট ॥ মোরেলগঞ্জ, মোল্লাহাট ও রামপালে শনিবার বজ্রপাতে কৃষকসহ চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। চিংড়িঘের ও মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নিহতরা হলেনÑ মোরেলগঞ্জের পূর্বচ-িপুর গ্রামের ইউনুস খানের ছেলে আলামিন খান, রামপালের মানিকনগর গ্রামের আজম শেখ ও জাহান আলী এবং মোল্লাহাটের কেন্দুয়া বিলে হেমায়েত হোসেন। কালিকাবাড়ি গ্রামের মধু শেখ (৬৫) নামে এক কৃষক গুরুতর আহত হন। বরিশাল ॥ হিজলা খুন্না গোবিন্দপুর গ্রামে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে আব্দুস সোবাহান (৫০) নামে এক ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা নিহত হয়েছেন। এছাড়া বিকেলে বজ্রপাতে আহত হয়ে আরও ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হয়েছেন। বাউফল ॥ বাউফলে বজ্রপাতে লালু দর্জি (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে কেশবপুর ইউনিয়নের চরমমিনপুরে ঘটনা ঘটেছে। ঘটনার সময় লালু দর্জি বাড়ির পাশে নদীতে মাছ ধরছিলেন। নোয়াখালী ॥ হাতিয়া জাহাজমারা ইউনিয়নের কাটাখালি ও ১ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা কাটাখালি গ্রামের মোজাহের উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৩৫) ও ১ নম্বর ওয়ার্ডের মিলন উদ্দিনের ছেলে হাসান উদ্দিন (১৮)।
×