ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

প্রকাশিত: ০৬:০৩, ১২ জুন ২০১৬

নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে গণভবনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাঁর কারামুক্তিতে সাহসী ভূমিকা পালনের জন্য দলের তৃণমূল নেতাকর্মী, প্রবাসী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সর্বোপরি দেশবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে জঙ্গী তৎপরতা চালালে তা কোনভাবেই বরদাশত করা হবে না। বিএনপি বিভিন্ন জঙ্গী সংগঠনের পৃষ্ঠপোষক এবং তাদের হয়েই দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। মূলত বিএনপি-জামায়াত আন্তর্জাতিক চক্রান্তকারীদের সঙ্গে মিলিত হয়ে দেশকে জঙ্গীবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এসব জঙ্গীবাদী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ধরার জন্য সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে। সেই সন্ত্রাসী যদি আপনার দলে থাকে, সেই সন্ত্রাসী যদি ছাত্রদলের নেতাকর্মী হয় তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশে যে সমস্ত জঙ্গী সংগঠন আছে বিএনপিই সেই সব জঙ্গী সংগঠনের পৃষ্ঠপোষক। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আর জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির দেশে জঙ্গী তৎপরতায় লিপ্ত। তারা শহরে জঙ্গী কর্মকা- পরিচালনায় ব্যর্থ হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গুপ্তহত্যায় মেতে উঠেছে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। এছাড়া আওয়ামী যুবলীগ উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে পৃথক আলোচনা সভার আয়োজন করে। দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সভাপতিত্বে কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ছাড়াও বক্তব্য রাখেন শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস ছাত্তার মাসুদ, আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, সুব্রত পাল, বদিউল আলম, ফজলুল হক আতিক প্রমুখ। যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ’৭৫ পরবর্তী রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হলেন গণতন্ত্রের সমার্থক ও প্রতীক। দেশে যখনই গণতন্ত্র আক্রান্ত হয়েছে, তখনই আক্রান্ত হয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। কখনও তাঁকে হত্যা করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছে। এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তাঁর সততা, নিষ্ঠা এবং জনগণের ভালবাসায় সিক্ত হয়ে শেখ হাসিনা জনগণের মুক্তিদাত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন।
×