ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩১৯২, এদের মধ্যে জঙ্গী ৩৭

প্রকাশিত: ০৫:৫৮, ১২ জুন ২০১৬

সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩১৯২, এদের মধ্যে জঙ্গী ৩৭

জনকণ্ঠ রিপোর্ট ॥ জঙ্গীবিরোধী অভিযান গণআটকে রূপ নিচ্ছে। শুক্রবার সকালে শুরু হওয়া দেশব্যাপী জঙ্গীবিরোধী এ সাঁড়াশি অভিযানে শনিবার বিকেল পর্যন্ত মোট ৩৭ জঙ্গীসহ ৩১৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৭ জেএমবি, ৭ জেএমজেবি এবং বাকি ৩ অন্যান্য জঙ্গী সংগঠনের সদস্য। এ ছাড়াও বিভিন্ন মামলায় ৩১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় এক জেএমবি, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলায় এক জেএমবি, শেরপুর জেলায় এক জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলায় ৭ জেএমজেবি ও দুই জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ জেএমবি, সিরাজগঞ্জ জেলায় এক জেএমবি, বগুড়া জেলায় ১১ জেএমবি, খুলনা রেঞ্জের নড়াইল জেলায় এক জেএমবি, রংপুর রেঞ্জের দিনাজপুর জেলায় দুই জেএমবি, গাইবান্ধা জেলায় এক জেএমবি, কুড়িগ্রাম জেলায় দুই জেএমবি, রাজধানীর ডিএমপিতে ৩ অন্যান্য জঙ্গী সংগঠনের সদস্য এবং রাজশাহীর আরএমপিতে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জঙ্গীদের কাছ থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গানপাউডার, ১৫টি ককটেল, ২১টি জিহাদী বই ও ১৫টি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলায় মোট ৩ হাজার ১৫৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। দেশে একের পর এক সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হওয়ার ঘটনার পটভূমিতে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বৃহস্পতিবার এই অভিযানের ঘোষণা দেন। চট্টগ্রামে জঙ্গীবিরোধী অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে এই ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত হয়। শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন থানায় যোগাযোগ করা হলে পুলিশ সূত্র জানায় -মূলত জঙ্গীবিরোধী এ অভিযানে সাধারণ অপরাধীরাও ধরা পড়ছে। সাঁড়াশি এ অভিযানের অংশ হিসেবে রাজধানীতে ব্যাপক তল্লাশি চলছে সন্দেহজনক আস্তানায়। যদিও পুলিশ আটকের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই বলছে না। তবে বিভিন্ন থানা সূত্রে জানা যায়, এ সংখ্যা প্রায় শ’ তিনেক হতে পারে। পুলিশের ভাষ্য অনুযায়ী জঙ্গীবিরোধী এ অভিযানে তিন সহস্রাধিক আটকের মধ্যে ৩৭ জঙ্গী মিলেছে। পুলিশের এ ভাষ্য আর মাঠ পর্যায়ের গ্রেফতারের পরিসংখ্যান,অপরাধের ধরন ও আটক ব্যক্তিদের পারিবারিক সূত্রগুলোর দাবি নিয়ে সংশয় ও বিভ্রান্তি দেখা দিয়েছে। এ অভিযানের সফলতা নিয়ে কিছু সংশয় থাকলেও বেশ কজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে বলেছেন, দেশব্যাপী গ্রেফতারেরর সংখ্যা জঙ্গীর তুলনায় কিছুটা বেশি মনে হতে পারে। সাধারণ নিরীহ লোকও হয়ত কিছু আটক হচ্ছে। কিন্তু এতে টার্গেট কিলিং কমে আসবে। এ অভিযানের মূল লক্ষ্য শুধু আটক করা নয়- টার্গেট কিলিং করে যারা বহাল তবিয়তে ছিল তারা এখন হয় ধরা পড়বে না হয় পালাবে। এতে অভিযান চলাকালেই এ ধরনের গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং নিয়ন্ত্রণে আসবে। রাষ্ট্রের বৃহৎ স্বার্থে চালানো এ অভিযানে জঙ্গী ছাড়াও অন্যান্য অপরাধীর পাশাপাশি কিছু নিরীহ লোকও আটক হচ্ছে। এটা মেনে নিতে হবে। এ বিষয়ে স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতাগণ এ অভিযানের খবর জানিয়েছেন। বরিশাল ॥ জেলা ছাত্রলীগের সদস্য ও বরিশাল পলিটেকনিক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যা মামলার দুই নম্বর আসামি জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পুলিশের সাঁড়াশি অভিযানে আরও ৫৬জনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে জাহিদকে গ্রেফতারের পর শনিবার সকালে তাকে বরিশাল আনা হয়। পরে দুপুরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকা-ে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। হত্যা মামলার অন্যতম আসামি পলিটেকনিক কলেজ সংলগ্ন মেহেদি হাসানের বাসার পেছনের ড্রেন থেকে এ ধারালো দা উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে শনিবার ভোরে ১টি শূটারগান, ১ রাউন্ড গুলি, ৫শ’ গ্রাম গানপাউডার ও ৬টি ককটেলসহ ৩ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম ॥ চট্টগ্রামে সারাদেশের ন্যায় জঙ্গীবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক করা হয়েছে ৩৭৬ জনকে। এরমধ্যে জামায়াত-শিবিরের ৩৫ সন্ত্রাসী রয়েছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ২০ জন গ্রেফতার হয়েছে। গাইবান্ধা ॥ জঙ্গী দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গাইবান্ধায় এক জেএমবি সদস্যসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার সাত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহম্মেদ জানান। হবিগঞ্জ ॥ জঙ্গী-সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জে শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জামায়াতে ইসলামী নেতা এ্যাডভোকেট আব্দুস শহীদ ও আওয়ামী লীগ নেতা হিমশিম চৌধুরীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। যশোর ॥ পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে যশোরের ৮ থানা এলাকা থেকে মোট ১০১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াত-বিএনপির ২৩ নেতাকর্মী রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আটকৃতদের মধ্যে জামায়াতের ১৮ ও বিএনপির ৫ নেতাকর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৫ জামায়াত শিবিরসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৪ জন জামায়াত, ১ জন শিবির ও অন্যান্য মামলায় ৩৩ জন রয়েছে। কলাপাড়া ॥ খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের শিক্ষক মাহবুব খানকে (৩৫) পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে। মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় শুক্র ও শনিবার দুইদিনের সাঁড়াশি অভিযানে রেকাত সরদার নামের এক আদম ব্যবসায়ী ও নজরুল মোল্লাসহ মোট ১১ জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। মোহনগঞ্জ ॥ মোহনগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের জামায়াতের সাবেক সেক্রেটারি নজরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে। সে মাঘান গ্রামের মৃত ফেরদৌস আহম্মেদের ছেলে। নওগাঁ ॥ সাম্প্রতিক সারাদেশে সন্ত্রাস, খুন ও জঙ্গী তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ৮ দিনের সাঁড়াশি অভিযানের ১ম দিনে নওগাঁ জেলায় ২ শিবির ক্যাডার ও ১ সর্বহারা সন্ত্রাসীসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনা ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সাঁড়াশি অভিযানের ২য় দিন শনিবার নেত্রকোনার বিভিন্ন উপজেলায় ১৫ জন জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পঞ্চগড় ॥ সারাদেশে শুরু হওয়া জঙ্গী দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ জেলায় ৭০ জনকে গ্রেফতার করা হলো। এর আগে প্রথম দিনই ২৯ জনকে গ্রেফতার করা হয়। রাজশাহী ॥ রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জেএমবি সদস্যসহ ২৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গী দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে তাদের আটক করা হয়েছে। জেলার চারঘাটে ৫টি বোমাসহ এক জেএমবি ক্যাডারকেও আটক করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ২১৩ জন ও মহানগর পুলিশ ৪৯ জনকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি শহরের ভেদভেদীর নতুন পাড়া এলাকা থেকে শনিবার দুপুরে মোঃ নুরুল ইসলাম (১৮) নামে শিবিরের এক সাথীকে পুলিশ আটক করেছে। পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে অনেক জিহাদী বই উদ্ধার করেছে। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। সিরাজগঞ্জ ॥ দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জে ১১ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ নিয়মিত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫৯ আসামিকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইল ॥ পবিত্র রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো টাঙ্গাইল জেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান চলছে। অভিযানের দ্বিতীয় দিনে জেলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরগাঁও ॥ সন্ত্রাস ও জঙ্গীবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মুন্সীগঞ্জ ॥ জঙ্গী দমনে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিন শনিবার দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান থেকে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ ৩৪ জনেরও বেশি গ্রেফতার করা হয়েছে। বগুড়া ॥ বগুড়ায় জিহাদী বই ও ধারাল অস্ত্রসহ ১১ জঙ্গীকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের ক্যাডার, তারা ভিন্ন ব্যানারে নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করছিল। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম জামিরতলী তার বাড়ি থেকে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার দুপুরে শাহজাহান কবির প্রকাশ পারভেজ (৩০) নামে আওয়ামী লীগ নামধারী এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে। তার পিতার নাম গোলাম করিব। তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি ও তিন রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি। তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের ওসি আবুল বাশার জানান। তিনি আরও জানান, আসামির কাছে থাকা চাইনিজ রাইফেলটি উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়াও সন্ত্রাস ও জঙ্গী দমনে সাঁড়াশি অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর আড়ইটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে দুপুরে অস্ত্র গুলিসহ শাহজাহান প্রকাশ পারভেজকে গ্রেফতার হয়।
×