ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সস্তা ভার্সনের গাড়ি বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেসলা

প্রকাশিত: ০৩:৫৯, ১২ জুন ২০১৬

সস্তা ভার্সনের গাড়ি বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেসলা

সস্তা ভার্সনের ‘মডেল এস’ গাড়ি বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। আরও মানুষের কাছে ইলেক্ট্রিক গাড়ি পৌঁছে দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন ভার্সনের গাড়িটি হচ্ছে ‘মডেল এস ৬০’। শুরুতে এর দাম ধরা হচ্ছে ৬৬ হাজার ডলার। এছাড়া ‘মডেল এস ৬০’ এর অল-হুইল ড্রাইভ ভার্সন শুরুতে ৭১ হাজার ডলারে বিক্রির চিন্তাভাবনা করছে টেসলা। এ দুটিরই দাম প্রতিষ্ঠানটির ‘মডেল এস ৯০’ এর চেয়ে কম। বর্তমানে বাজারে ‘মডেল এস ৯০’ এর দাম ৮৯ হাজার ৫০০ ডলার। টেসলা বলছে, একবার চার্জ করলে ‘মডেল এস ৬০’ ২০০ মাইল চলবে। এক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ গতি হবে ১৩০ মাইল। -অর্থনৈতিক রিপোর্টার ঈদ উপলক্ষে চট্টগ্রামের কারখানাগুলোতে জুতা তৈরির ধুম ঈদকে সামনে রেখে চট্টগ্রামের কারখানাগুলোতে জুতা তৈরির ধুম লেগেছে। নগরীর ৪শ’ কারাখানায় ১৫ হাজারের বেশি শ্রমিক, ক্রেতাদের চাহিদা মিটাতে নাওয়া খাওয়া ভুলে রাতদিন ব্যস্ত সময় পার করছেন। তবে চীন ও ভারত থেকে আসা জুতার দাপটে টিকতে না পেরে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে চট্টগ্রামের পাদুকা শিল্প। রাত নেই, দিন নেই, নেই ঘড়ির কাঁটা ধরে কাজ করার হিসেব। ঈদকে সামনে রেখে বাড়তি চাহিদা আর বাড়তি লাভের আশায় নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাদুকা শিল্পের কারিগররা। কেউ করছেন সেলাই, কেউ কাটিং, আবার কেউবা ব্যস্ত রং করার কাজে। নগরীর পশ্চিম ও পূর্ব মাদার বাড়ি, নালাপাড়া এবং আলকরণে সাড়ে ছয়শ’ কারখানায় এক সময় প্রতিদিন যেখানে ২০ থেকে ২৫ হাজার শ্রমিক কাজ করতো। গেল কয়েক বছরে তা নেমে এসেছে অর্ধেকে। চীন ও ভারত থেকে আসা জুতা বাজার দখল করায় দিনে দিনে হারিয়ে যাচ্ছে গৌরবময় এই পাদুকা শিল্প। -অর্থনৈতিক রিপোর্টার
×