ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্তমানে ৭শ’ কেজি করে ৩টি পণ্য দেয়া হচ্ছে

চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছে না টিসিবি

প্রকাশিত: ০৩:৫৮, ১২ জুন ২০১৬

চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছে না টিসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনায় চাহিদা অনুযায়ী টিসিবির পণ্য পাচ্ছেন না ডিলার ও ক্রেতারা। নির্ধারিত স্থানে পণ্য কিনতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। এমনকি, যেসব স্থানে পণ্য বিক্রির কথা সেখানে পাওয়া যায়নি তালিকাভুক্ত কোনও ডিলারকে। এ অবস্থায়, সাধারণ মানুষের কথা চিন্তা করে টিবিসি’র বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে। গত ২৯ মে থেকে সারা দেশে শুরু হয় টিসিবির খোলা বাজারে ৪টি পণ্য বিক্রি। চিনি ৪৮ টাকা, তেল ৮০ টাকা, মসুর ডাল ৯০ টাকা এবং ছোলা ৭০ টাকা কেজি দরে খুলনা নগরীর ৮টি স্থানে ট্রাক যোগে এসব পণ্য বিক্রি হচ্ছে। শুরু থেকে কয়েকদিন ক্রেতারা চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারলেও গত ৪/৫ দিনের চিত্র বদলে গেছে। সকাল থেকে কিছু সময় পার হওয়ার পর ক্রেতারা এসে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন, টিসিবি স্বল্প পরিমাণ পণ্য দেয়ায় মানুষ চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছেন না। এদিকে টিসিবির খুলনা অফিস প্রধান রবিউল মোর্শেদ বলছেন, নিজ নিজ এলাকার মানুষের কথা বিবেচনা করেই পণ্য বরাদ্দ দেয়া হয়েছে। জানা যায়, রমজানের শুরুতে বাজার নিয়ন্ত্রণ রাখতে টিসিবি ডিলার প্রতিটি ১৫শ’ কেজি করে ৪টি পণ্য সরবরাহ করে থাকলেও বর্তমানে ৭শ’ কেজি করে ৩টি পণ্য দেয়া হচ্ছে। খেজুরের মজুদ কয়েক দিন আগেই ফুরিয়ে গেছে। ড. এম কবীর হাসানের আইডিবি পুরস্কার লাভ যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবীর হাসান ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) পুরস্কার লাভ করেছেন। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ে অসামান্য গবেষণার জন্য তিনি সম্মানজনক এ পুরস্কারে ভূষিত হন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্প্রতি আইডিবি’র ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। ড. এম কবীর হাসান ইসলামী ব্যাংক ট্রেনিং এ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) কর্তৃক প্রকাশিত ইসলামিক ইকোনমিক্স, ব্যাংকিং এ্যান্ড ফাইন্যান্স জার্নালের সম্পাদক। -বিজ্ঞপ্তি ফসিয়ার রহমান বিকেবির নতুন পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফসিয়ার রহমান সম্প্রতি পরিচালক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে আঞ্চলিক ব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×