ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ই-টেন্ডারিংয়ে সঠিক পথে বাংলাদেশ ॥ বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৩:৫৭, ১২ জুন ২০১৬

ই-টেন্ডারিংয়ে সঠিক পথে বাংলাদেশ ॥ বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাংক বলেছে, ই-টেন্ডারিং এ সঠিক পথেই রয়েছে বাংলাদেশ। গত ২ বছরে ৫৫ হাজার দরপত্র সম্পন্ন হয়েছে অনলাইনে। যার মূল্য প্রায় ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি সংস্থাটির প্রকল্প মূল্যায়ন সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বিশ্ব ব্যাংক বলছে, ইতোমধ্যেই বাংলাদেশে কেনাকাটায় দক্ষ ও পেশাদার শ্রেণী গড়ে উঠছে। বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত প্রকল্পের আওতায় ৬০ জন সরকারী কর্মকর্তা জাতীয় প্রশিক্ষক হিসেবে সনদ পেয়েছে। ৮৯ জন ব্যক্তিগতভাবে ইউকের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট এ্যান্ড সাপ্লাই (এমসিআইপিএস) থেকে ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট এ্যাক্রিডিটেশন লাভ করেছেন। ৮৪ কর্মকর্তা ক্রয় প্রক্রিয়ার ওপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। এছাড়া প্রকল্পের আওতায় কয়েক হাজার অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সংস্থাটি বলছে দুর্নীতি ও টেন্ডারবাজি ঠেকাতে সরকারের অন্যতম উদ্যোগ ই-টেন্ডারিং এ এগিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই এ পদ্ধতির সুফল মিলছে। বিশ্বব্যাংকের সহায়তায় গৃহীত এ প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে নতুন নতুন সরকারী অফিস। ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি দরপত্র আহ্বান করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনলাইনে দরপত্র কার্যক্রম পুরোপুরি বাস্তবায়নে নতুন ডাটাসেন্টার কিনতে অতিরিক্ত ৭৮ কোটি টাকা ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক বোর্ড। এর আগে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেছেন, এই অতিরিক্ত অর্থায়নের ফলে বাংলাদেশে সরকারি কেনাকাটায় ব্যাপক পরিবর্তন আসবে। আমরা খুশি যে বাংলাদেশের এই উদ্যোগের সঙ্গে বিশ্বব্যাংক যুক্ত রয়েছে। সব সময়ই দেশে ক্রয় সংক্রান্ত পেশাদার তৈরিতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
×