ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্স পেল আইডিএলসি

প্রকাশিত: ০৩:৫৬, ১২ জুন ২০১৬

সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্স পেল আইডিএলসি

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইডিএলসির সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্স পেয়েছে। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০০১’র আওতায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ খান জানিয়েছেন, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির লাইসেন্স অনুমোদনের চিঠি তারা পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেলে চলতি বছরের মধ্যেই তারা একটি ফান্ড নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন। -অর্থনৈতিক রিপোর্টার লোকসানে আরএন স্পিনিং পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারপ্রতি লোকসান করেছে ৪৯ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির এই লোকসান হয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১১ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ৪৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×