ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৩:৫৫, ১২ জুন ২০১৬

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৬০ লাখ ৪ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৯৪ কোটি টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে - বারাকা পাওয়ার, বাটা সু, সিটি ব্যাংক, ইবনে সিনা, লিন্ডে বিডি, এসপিসিএল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গ্লাক্সোস্মিথ ক্লাইন, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ, ডেল্টা ব্র্যাক হাউজিং, হাইডেলবার্গ সিমেন্ট, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মা ও বার্জার পেইন্টস লিমিটেড। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে এই ব্যাংকের ৩৮ লাখ ৩৮ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ১৯ কোটি ৫ লাখ টাকা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৫ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই কোম্পানি ৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ফার কেমিক্যাল ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার চতুর্থ স্থানে থাকা বিএটিবিসির ১ লাখ ৬৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল ৪৫ কোটি ৬ লাখ টাকা। তালিকার পঞ্চম স্থানে থাকা ডেল্টা ব্র্যাক হাউজিং ১ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ টাকা। পপুলার লাইফের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৫ অর্থবছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.০৫ টাকা। এছাড়া শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৮.৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৩.০৩ টাকা। শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪.৩৯ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭.৬০ টাকা। ডিভিডেন্ড সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট সকাল সাড়ে ১১টায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা করেছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪.০৫ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ৬৫৯.১০ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিল ১৭.৫৯ টাকা।
×