ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১১ স্কুলকর্মী নিহত

প্রকাশিত: ০৩:৫৩, ১২ জুন ২০১৬

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১১ স্কুলকর্মী নিহত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসের চাকা বিস্ফোরিত হলে এটি উল্টে যায়। এতে একটি প্রাথমিক স্কুলের ১১ কর্মী নিহত হয়। শনিবার এক কর্মকর্তা একথা জানান। চোনবুরি প্রদেশের একটি রাস্তায় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় স্কুলের শিক্ষক ও কর্মীরা রাইয়ং প্রদেশে একটি সেমিনারে যোগদান শেষে ব্যাংককে ফিরছিলেন। খবর এএফপির। থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের এক কর্মকর্তা বলেন, ভ্যানটির চাকা বিস্ফোরিত হয় এবং এটি উল্টে গিয়ে এতে আগুন ধরে যায়। বাসটির যাত্রীরা ব্যাংককের পূর্বাঞ্চলের একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী ছিলেন। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে। স্কুলের এক কর্মী বলেন, স্কুলের পরিচালক গাড়িটি চালাচ্ছিলেন এবং তিনি নিজেও আহত হয়েছেন। প্যারাগুয়ের সর্ববৃহৎ কারাগারে আগুন, ৬ জনের মৃত্যু প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে দেশটির সবচেয়ে বড় কারাগারে আগুন লেগে একজন কারারক্ষী ও পাঁচজন বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আসুনসিয়নের তাকুমবু কারাগারে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে তারা মৃত্যুবরণ করেন । এক উদ্ধার কর্মকর্তা জানান, কারাগারটির বেশ কয়েকটি দেয়াল যে কোন সময় ভেঙে পড়ার জোর সম্ভাবনা রয়েছে। -ওয়েবসাইট সাহস বটে... এবার রাশিয়ায় রাস্তায় একটি চিতাবাঘ নিয়ে হেঁটে সবার নজরে আসেন আলেক্স ত্রেসকেভ নামে এক ব্যক্তি। সোমবার ত্রেসকভ রাস্তা দিয়ে এই বাঘটি নিয়ে হাঁটেন আলেক্স। পরে দৃশ্যটি ইন্টারনেনেটে ছাড়তেই এটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রাস্তায় হাঁটার সময় অনেকে যেমন পোষা কুকুড়ের গলার দড়ি ধরে এগিয়ে যাচ্ছেন এই লোকটিও সেভাবে বাঘের গলার দড়ি ধরে হাঁটছেন। -ইউপিআই অবলম্বনে। ২ হাজার বছর আগের রৌপ্যমুদ্রা ইসরাইলের তেলআবিব শহরের দক্ষিণ-পূর্বে রৌপ্যমুদ্রার এক গুপ্তভা-ার আবিষ্কৃত হয়েছে। ইসরাইলের প্রাচীন নিদর্শন বিষয়ক কর্তৃপক্ষ (আইএএ) এই মুদ্রাগুলোকে খ্রিস্টপূর্ব ১২৬ সালের বলে জানিয়েছে। যে জায়গায় এই মুদ্রাগুলো পাওয়া গেছে সেটি একটি প্রাচীন কৃষি খামার। যেখানে এক সময় ইহুদী পরিবার বাস করত। মনে করা হচ্ছে, যিনি এই মুদ্রাগুলো মজুদ করেছিলেন তিনি হয়ত একজন মুদ্রা সংগ্রাহক ছিলেন। রৌপ্যমুদ্রার এই আবিষ্কারকে একটি যুগান্তকারী ঘটনা বলে আখ্যা দিয়েছেন আইএএ’র মুদ্রা বিষয়ক প্রধান ডোনাল্ড তিভজি এ্যারিয়েল। -অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×