ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমার ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ওয়ারেন ॥ হিলারি

প্রকাশিত: ০৩:৫৩, ১২ জুন ২০১৬

আমার ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ওয়ারেন ॥ হিলারি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, সিনেটর এলিজাবেথ ওয়ারেন তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ওয়ারেন ডেমোক্রেটিক দলের প্রগতিশীল অংশের একজন নেতা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার পলিটিকোকে দেয়া এক সাক্ষাতকারে হিলারি বলেন, আমি মনে করি এলিজাবেথ ওয়ারেন একজন অসাধারণ জনসেবক। তাই এলিজাবেথ ওয়ারেন যে কোন পদের জন্য পুরোপুরি যোগ্য। হিলারি ক্লিনটন বলেন, আমি নির্বাচনী প্রচারের সময় তার সঙ্গে শুধু কাজই করতে চাই না, দেশের অনেক ইস্যুতেও আমি ও ওয়ারেন একমত। এলিজাবেথ ওয়ারেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তবে রানিংমেট হিসেবে বার্নি স্যান্ডার্সের নাম বলতে অস্বীকৃতি জানান হিলারি ক্লিনটন। বার্নি স্যান্ডার্সও প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য লড়ছেন।স্যান্ডার্স প্রসঙ্গে হিলারি আরও বলেন, তিনি যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন সেগুলো দল ও দেশের জন্য ভাল। আমি তার সঙ্গে কথা বলতে চাই। এদিকে ডেমোক্র্যাটিক দলের প্রগতিশীল অংশের অনেক নেতা এই নির্বাচনে হিলারি এবং ওয়ারেনের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। দলের হিলারিপন্থী নেতারা বলেছেন, আমরা দুজন নারী প্রার্থীর মনোনয়নে রাজি আছি। মার্কিন সিনেট মাইনোরিটি লিডার হ্যারি রিডসহ ওয়ারেনের অনেক সহকর্মী তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন। -পলিটিকো অনলাইন পাথর ছুড়ে এক নারীকে হত্যা আইএসের ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী মসুলে ব্যভিচারের অভিযোগে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা। স্থানীয় নিউজ সাইট আরা নিউজ শুক্রবার এ তথ্য জানায়। মিডিয়া কর্মী আবদুল্লাহ আল মাল্লার বরাত দিয়ে আরা নিউজ বলে, ‘ওই নারীর হত্যার ঘটনা প্রত্যক্ষ করতে মসুলের জাহরা মসজিদের সামনে শত শত মানুষ সমবেত হয়।’ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আরা নিউজ জানায়, আইএস জঙ্গীরা পাথর নিক্ষেপে অংশ নিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে বাধ্য করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা হত্যায় অংশ নিতে মানুষকে আহ্বান জানিয়ে বলেন- আমরা এখন পবিত্র রমজান মাসে রয়েছি এবং আল্লাহর শরিয়তের প্রতি আমাদের অঙ্গীকার রক্ষা করতে হবে। আর ব্যভিচারের কারণে এই নারীর প্রাপ্য শাস্তি মৃত্যু।
×