ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে তেল কারখানাসহ ৩ প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশিত: ০৮:৩৯, ১১ জুন ২০১৬

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে তেল কারখানাসহ ৩ প্রতিষ্ঠান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকা-ে একটি তেল কারখানাসহ তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার নগরীর সাগরিকা ও গোসাইলডাঙ্গায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে জহির আহমেদের মালিকানাধীন জেসমিন ভেজিটেবল অয়েল মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয় তলা কারখানার বয়লার, চিমনি, মেশিনারি ও নথিপত্র পুড়ে গেছে। তবে কারখানাটি বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে, সকাল ৬টার দিকে বন্দর থানার গোসাইলডাঙ্গায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ওই এলাকার মোঃ রফিকের মালিকানাধীন একটি সেমিপাকা ঘর ও দারুল ইসলামের মালিকানাধীন একটি কনফেকশনারি দোকান পুড়ে গেছে। এতে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান নজরুল ইসলাম।
×