ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে অপহরণকালে সেনা সদস্যসহ আটক ৫

প্রকাশিত: ০৮:১১, ১১ জুন ২০১৬

মুন্সীগঞ্জে অপহরণকালে সেনা সদস্যসহ আটক ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এক মাদক ব্যবসায়ীকে অপহরণ করা নিয়ে সেনা সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার, তিনটি ধারালো ছোরা, লোহার রড ও রশি জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নবাবগঞ্জের মুসলেমহাটি গ্রামের আমজাদ মাস্টারের ছেলে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজনকে (৩৫) অপহরণ করা হয়। তাকে কৌশলে ডেকে এনে অপহরণকারীরা একটি প্রাইভেটকারে তুলে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে পৌঁছলে সুজন চিৎকার শুরু করে। সুজনের চিৎকারে লোকজন এগিয়ে এসে প্রাইভেটকারটির গতিরোধ করে। পরে অপহরণকারী নবাবগঞ্জের দুর্গাপুর গ্রামের ইমান আলীর ছেলে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সফিউদ্দিন (২৮), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাদিম (২৫), মোজাম্মেল হকের ছেলে সৌরভ (২৬), মোসলেমহাটি গ্রামের আবু সাঈদের ছেলে সেলিম (২৮), একই গ্রামের আনোয়ার খানের ছেলে দুলালকে (২৭) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
×