ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী বৈঠক আজ

প্রকাশিত: ০৮:০৭, ১১ জুন ২০১৬

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী বৈঠক আজ

বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় ২০তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের কর্মকৌশল চূড়ান্ত করতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আজ শনিবার জরুরী বৈঠকে বসছে। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ছাড়াও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করতে গঠিত ১১টি উপ-কমিটির সকল সদস্যকেও আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠক সূত্র জানায়, আজকের জরুরী বৈঠকে জাতীয় সম্মেলন সর্বাত্মকভাবে সফল করতে বেশী কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। দলীয় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে কী ধরনের পরিবর্তন বা সংযোজন করা হবে, কাউন্সিলর ও ডেলিগেটদের সংখ্যা নির্ধারণ, দেশী-বিদেশী আমন্ত্রিত অতিথিদের তালিকা চূড়ান্তকরণ, সম্মেলনের মঞ্চ, সাজসজ্জা, পোস্টার ও আমন্ত্রণপত্র ইত্যাদির ডিজাইনও আজকের বৈঠকে চূড়ান্ত অনুমোদন আসতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের সকল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
×