ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরা দিয়েও বগুড়ায় অপরাধ থামানো যাচ্ছে না

প্রকাশিত: ০৬:৫৯, ১১ জুন ২০১৬

সিসি ক্যামেরা দিয়েও বগুড়ায় অপরাধ থামানো যাচ্ছে না

বগুড়ায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করেও রোধ করা যাচ্ছে না অপরাধমূলক কর্মকা-। অপরাধীদের ভিডিও ফুটেজ থাকলেও যথাযথ পদক্ষেপ না নেয়ায় অপরা ধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, ভিডিও ফুটেজ নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে সাধারণ ডায়েরি করেই রেখে দিচ্ছে। সিসি ক্যামেরা ব্যবহারকারীদের দাবি, এমন কিছু পদক্ষেপ নেয়া হোক যাতে ভিডিও ফুটেজ দেখেই অপরাধীদের শনাক্ত করা যায়। পুলিশের উর্ধতন কর্মকর্তা বলছেন এ ব্যাপারে তারা কাজ করছেন। সম্প্রতি শহরের মেরিনা রোডের গোল্ডেন মার্কেটের আল হাসান জুয়েলার্সে চুরি হয় প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার। এর পরপরই আরও ২টি সোনার দোকান, রেলগেট এলাকা এবং থানার ভেতর থেকে চুরি হয় কয়েকটি মোটরসাইকেল। চুরি যাওয়া সবকটির ভিডিও ফুটেজ থানায় জমা থাকলেও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি অপরাধীদের। পুলিশের সক্ষমতা ও আইটি নেটওয়ার্কিং এখনও তেমন উন্নত না হওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা। এনআইডির সঙ্গে সিসি ক্যামেরায় অপরাধীদের ম্যাচ করার কাজটি পুলিশ করছে। -স্টাফ রিপোর্টার
×