ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমনা থানার সামনে ফুটওভার ব্রিজ চান পথচারীরা

প্রকাশিত: ০৬:৫৮, ১১ জুন ২০১৬

রমনা থানার সামনে ফুটওভার ব্রিজ চান পথচারীরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনা মডেল থানার সামনে ‘মগবাজার-সাতরাস্তা ফ্লাইওভার’র মুখে একটি ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তা অনুভব করছেন বেইলী রোড এবং মগবাজার ওয়ারল্যাস রোড থেকে পরীবাগ রোডে চলাচলকারী পথচারীরা। রাস্তা পারাপারের জন্য ভাল ব্যবস্থা না থাকায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এই রাস্তায় নিয়মিত যাওয়া-আসা করা অনেক পথচারী। অনেক পথচারী আছেন যারা নিয়মিত এই রাস্তা দিয়ে রমনা পার্কে যান প্রাতঃভ্রমণ এবং বৈকালিক হাওয়া খাওয়ার জন্য। তাদের মধ্যে একজন হলেন মগবাজার কাজী রোডের বাসিন্দা ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘আমি ডায়াবেটিক আক্রান্ত। তাই আমাকে সকাল-বিকেল হাঁটাচলা করতে হয়। আমি নিয়মিত রমনা পার্কে হাঁটতে যাই।’ তিনি বলেন, ‘সম্প্রতি ফ্লাইওভারটা চালু হওয়ায় আমরা যেদিক দিয়ে রাস্তা পার হই সেখান দিয়ে সাঁই সাঁই করে ফ্লাইওভার থেকে গাড়ি নামে। ফলে রাস্তা পার হতে প্রচ- সমস্যা হচ্ছে এবং প্রচুর ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।’ ফয়সাল আরও বলেন, ‘এই সমস্যা আমার মতো এই রুটে নিয়মিত পারাপার হওয়া হাজারও পথচারীর। তাই অতি দ্রুত ফ্লাইওভারের মুখে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার।’ ইস্কাটন গার্ডেনে বসবাসকারী ভিকারুন্নেসা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম মাওয়া বলেন, ‘আমারা অনেক শিক্ষার্থী নিয়মিত থানার সামনের রাস্তা দিয়ে পার হয়ে স্কুলে যাওয়া-আসা করি। কিন্তু ফ্লাইওভার থেকে যে গতিতে গাড়ি নামে তাতে আমরা ভয়ে ভয়ে রাস্তা পার হই।’ রমনা থানার সামনে হেয়ার রোডের মোড়ে দায়িত্বরত কয়েকজন ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ফ্লাইওভার চালু হওয়ায় এই রোডে গাড়ির চাপ বেড়েছে।
×