ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৮, ১১ জুন ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. ঢ প্রতিষ্ঠানটির গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৫৩.৬। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে? ক) ১৬.১৩% খ) ১৩.৩৩% গ) ১২.২২% ঘ) ১২.৩৯% ২০. বাজার অর্থনীতিতে যে প্রশ্নের উদ্ভব হয় তা হলো- র. কে উৎপাদন করবে রর. কার জন্যে উৎপাদন করবে ররর. কত মূল্যে বিক্রি হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২১. কিসের মাধ্যমে ব্যাংক সুনাম বৃদ্ধি করতে পারে ? ক) অর্থের নিরাপত্তা বিধান করে খ) লাভজনক বিনিয়োগ করে গ) জনগণের আস্থা অর্জন করে ঘ) উপদেশ ও পরামর্শ দান করে ২২. তালুকদার কোম্পানি প্রতি মাসেই তাদের মুনাফার একটা নির্দিষ্ট অংশ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করে। কোম্পানিটি কেন এ অর্থ জমা না করে শেয়ারহোল্ডরদের মধ্যে বণ্টন করে? ক) লভ্যাংশের প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত হওয়ায় খ) লভ্যাংশ দিলে শেয়ারের ব্যবহার বৃদ্ধি করতে গ) লভ্যাংশ দিলে সহজেই উদ্দেশ্য অর্জন হওয়ায় ঘ) লভ্যাংশ দিলে সরকার সহযোগিতা পাওয়ায় ২৩. কোনটি মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত? ক) ০-১ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল খ) ১-২ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল গ) ১-৩ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল ঘ) ১-৫ বছর মেয়াদের জন্যে সংগৃতীত তহবিল ২৪. পণ্যের সকল ভবিষ্যৎ বিক্রয়মূল্য বিক্রয় হারের অনুমানের ভিত্তিতে প্রস্তুত করা হয়- ক) সঠিক মূলধন বাজেট খ) সঠিক নগদ প্রবাহ প্রাক্কলন গ) স্থায়ী খরচ তালিকা ঘ) বৃহৎ বাজেট ২৫. কী কারণে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ক) সুদ প্রদানের জন্যে খ) ব্যবসায়ীদের লেনদেন বৃদ্ধির জন্যে গ) ব্যাংকের তহবিল গঠনের জন্যে ঘ) জনগণের আর্থিক উন্নতির জন্যে ২৬. ঋণ আমানতের বৈশিষ্ট্য হলো- র. প্রতিটি ব্যবসায়ই আমানত সৃষ্টি করে রর. প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে ররর. প্রতিটি আমানত ঋণ সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) ররর ঘ) রর ২৭. কোনটি মূনাফা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক) মূলধন বাজেটিং খ) বিনিয়োগ সিদ্ধান্ত গ) অর্থের সময়মূল্য ঘ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ ২৮. ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও সেগুলোর বর্তমান মূল্য- ক) সমান হয় খ) সমান হয় না গ) সমান হতেও পারে নাও পারে ঘ) অবশ্যই সমান হয় ২৯. অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহৃত হয়- র. বিনিয়োগের ক্ষেত্রে রর. মূলধন বাজেটিং-এর ক্ষেত্রে ররর. প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩০. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত? ক) অর্থের সময়মূলের খ) অর্থের অন্তর্নিহিত মূল্যের গ) অর্থের বহ্যিক মূল্যের ঘ) অর্থের ব্যবহার মূল্যের ৩১. ‘তানিম কোম্পানির’ শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২%। উক্ত কোম্পানির গড় মূলধন খরচের পরিমাণ কত? ক) ১৫% খ) ২০% গ) ৩০% ঘ) ৬% ৩২. নগদ টাকা তোলার মেশিন কোনটি? ক) এটিএম খ) কাডিং গ) ড্রয়িং ঘ) ফিনিশিং ৩৩. কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে? ক) অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে খ) সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে গ) সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে ঘ) আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে ৩৪. নিচের কোনটির জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয় না? ক) কাঁচামাল ক্রয় খ) মেশিন ক্রয় গ) দালানকোঠা নির্মাণ ঘ) গাড়ি ক্রয় ৩৫. আমানত কোন ব্যবসায়ের মূল উৎস? ক) ইলেকট্রনিক খ) বিমা গ) সমিতি ঘ) ব্যাংকিং ৩৬. কার নির্দেশে ব্যাংক তার আমানতকারীর অর্থ ব্যবহার করার অধিকার পায়? ক) পাওনাদারের নির্দেশে খ) আমানতকারীর নির্দেশে গ) বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ঘ) আদালতের নির্দেশে ৩৭. কীসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়? ক) মূলধনের পর্যাপ্ততা অনুসারে খ) মূলধন কাঠামো অনুসারে গ) তহবিলের উৎস অনুসারে ঘ) লভ্যাংশ নীতি অনুসারে ৩৮. ৫ বছর মেয়াদি একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৮০,০০০ টাকা এবং প্রতিবছর কোম্পানি প্রকল্প থেকে ২০,০০০ টাকা পায়। প্রকল্পটির পে-ব্যাক সময় কত? র. ৩ বছর রর. ৪ বছর ররর. ৪.৫ বছর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. জনাব তোফাজ্জল হোসেন ইসলামী শরা ও শরিয়ত অনুরসণ করে নিজের পেনশনের অর্থ গচ্ছিত রাখতে পারেন- র. বাংলাদেশ ইসলামী ব্যাংকে রর. ইউনাটইটেড কমার্শিয়াল ব্যাংকে ররর. এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ-এ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৪০. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটি? ক) ঋণ খ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন গ) শেয়ার বিক্রয়লব্ধ অর্থ ঘ) ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ ৪১. মি. আশিক একটি রেস্টুরেন্টের মালিক। তিনি ব্যবসায়ের শুরুর সময় চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল, রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেস্টুরেন্টের জন্যে মি. আশিকের ক্রয়কৃত সরঞ্জামাদিকে কী বলা হয়? ক) চলতি সম্পত্তি খ) চলতি খরচ গ) মুনাফাজাতীয় ব্যয় ঘ) স্থায়ী সম্পত্তি ৪২. ওউই এর পূর্ণরূপ কী? ক) ওংষধসরপ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ খ) ওহফরধ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ গ) ওহাবংঃসবহঃ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ ঘ) ওহপড়সব উবাবষড়ঢ়সবহঃ ইধহশ ৪৩. সুদের হারের ঝুঁকি হলো- ক) সুদের হারের সাথে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনা খ) সুদের হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা গ) মুনাফার হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা ঘ) বিক্রয়ের হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা ৪৪. সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি ছোট বই হলো- ক) চেক বই খ) জমার বই গ) পাস বই ঘ) ব্যাংক হিসাব বিবরণী বই ৪৫. গড় মুনাফার কোন হার পূর্ব নির্ধারিত থেকে? ক) বাজার হার খ) সর্বোচ্চ হার গ) গড় হার ঘ) সর্বনিম্ন হার ৪৬. ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে? ক) কমিশনের খ) কিস্তির গ) বিনিময়ের ঘ) বাট্টার ৪৭. নিচের কোনটি শেয়ার বাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে? র. গ্রাহক রর. সুনাম ররর. মুনাফার হার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও : * সিয়াম সাহেব তার জমানো ১০ লাখ টাকা যমুনা গ্রুপে বিনিয়োগ করলেন। তিনি যমুনা গ্রুপের ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার ক্রয় করেন। যমুনা গ্রুপ সিয়াম সাহেবকে কোম্পানির আংশিক মালিকানা প্রদান করে। সিয়াম সাহেব কোম্পানির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন। ৪৮. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়? ক) সাধারণ শেয়ার খ) অগ্রাধিকার শেয়ার গ) বন্ড ঘ) ডিবেঞ্চার ৪৯. বড় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী? ক) অগ্রাধিকার শেয়ার খ) বন্ড গ) ডিবেঞ্চার ঘ) সাধারণ শেয়ার ৫০. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে স এর মান কত? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর সঠিক উত্তর : ১. (খ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ক) ৭. (খ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (খ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (গ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (ঘ) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (খ)
×