ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

প্রকাশিত: ০৫:৫০, ১১ জুন ২০১৬

বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা  নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিটি পার্টির আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানা নিহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় সাটারগান, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চারা বটতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর সানা উপজেলার দোহার গ্রামের গফ্ফার সানার ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটে মাগুরা ইউনিয়নের চারা বটতলা নামক স্থানের ফাঁকা পাকা রাস্তার ওপর অবস্থানকালে পুলিশ একটি মোটরসাইকেলকে থামতে সঙ্কেত দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে একজন সন্ত্রাসী আহত হয়। আহত সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মোজাফ্ফর সানাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশী সাটারগান, তিন রাউন্ড গুলি ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করেছে।
×