ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ শুরু রবিবার

প্রকাশিত: ০৪:৩৭, ১১ জুন ২০১৬

প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ শুরু রবিবার

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) প্রথম পর্ব। সুপার লীগে উঠেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই হবে এ ৬ দলের মধ্যে। সুপার লীগ শুরু হবে রবিবার। প্রথমদিনেই সব দল মাঠে নামছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান-রূপগঞ্জ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া-প্রাইম ব্যাংক এবং বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী-দোলেশ্বর ম্যাচ অনুষ্ঠিত হবে। সব দলই পরস্পরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ভিক্টোরিয়া। কারণ সর্বাধিক ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেই সুপার লীগে উঠেছে তারা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম (১৪ পয়েন্ট) নিয়ে চার দল- মোহামেডান, দোলেশ্বর, আবাহনী ও রূপগঞ্জ উঠে এসেছে। আর গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক এবার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। ১২ পয়েন্ট নিয়ে একেবারে শেষ মুহূর্তে সুপার লীগ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, প্রাথমিক পর্ব শেষে অর্জিত পয়েন্টের সঙ্গেই সুপার লীগে প্রাপ্ত পয়েন্ট যোগ হবে। সুপার লীগ শেষে শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। সমান ১২ পয়েন্ট পেয়েও প্রাইম ব্যাংকের সঙ্গে ‘হেড টু হেড’ ও ‘রান রেটে’ পিছিয়ে থেকে কলাবাগান ক্রীড়া চক্রের সুপার লীগে খেলার স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে যায়। সুপার লীগে ৬ দল নিশ্চিত হয়ে যাওয়ার সঙ্গে প্রিমিয়ার লীগ থেকে প্রথম বিভাগে দুটি দলের অবনমনও নিশ্চিত হয়ে গেছে। দল দুটি হচ্ছে, ৪ পয়েন্ট করে পাওয়া ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ)। ১২ দলের মধ্যে চার দল আগামী মৌসুমে লীগে খেলা নিশ্চিত করে রেখেছে। কলাবাগান ক্রীড়া চক্র, ১০ পয়েন্ট করে পাওয়া শেখ জামাল ও গাজী গ্রুপ এবং ৯ পয়েন্ট পাওয়া ব্রাদার্স ইউনিয়ন সুপার লীগে খেলতে পারেনি। রেলিগেশনও হয়নি। আগামী মৌসুমে লীগে খেলা নিশ্চিত হয়ে আছে এ দল তিনটির। সর্বশেষ রাউন্ডে রূপগঞ্জ ও ব্রাদার্সের ম্যাচটি বৃহস্পতিবার রিজার্ভ ডে’তেও মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত হলেও এতে রূপগঞ্জের সমস্যা হয়নি সুপার লীগে ওঠার ক্ষেত্রে। তারা ১৪ পয়েন্ট সংগ্রহ করে ভালভাবেই উঠে এসেছে।
×