ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় ওয়ানডেতে অসি-প্রোটিয়া লড়াই

প্রকাশিত: ০৪:৩৬, ১১ জুন ২০১৬

ত্রিদেশীয় ওয়ানডেতে  অসি-প্রোটিয়া লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ নামে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, কিন্তু লিগ পর্বে প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলছে। সে অর্থে লড়াইটা সেয়ানে-সেয়ানে। দুটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলও সেই ইঙ্গিতই দিচ্ছে। এ পর্যন্ত প্রতিটি দলের জয়-পরাজয় সমান একটি করে। নেট রান রেটে এগিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আরেক অতিথি অস্ট্রেলিয়া দ্বিতীয় ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আছে তৃতীয় স্থানে। আজ এগিয়ে যাওয়ার সুযোগ অসি-প্রোটিয়াদের সামনে। সিরিজে নিজেদের মধ্যকার ‘দ্বিতীয়’ লড়াইয়ে অবতীর্ণ ব্যালান্সড দ. আফ্রিকা ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত এগারোটায়। ক্যারিবীয়দের মাটিতে সিরিজটা বোলারদের জন্য পয়মন্ত হয়ে উঠেছে। যেখানে রাঘব-বোয়াল সব ব্যাটসম্যান হতাশ করছেন। হয়ে যাওয়া তিন ম্যাচে এখন পর্যন্ত কোন দলই স্কোর বোর্ডে ২০০ রান জমা করতে পারেনি! হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, স্টিভেন স্মিথ, উসমান খাজাদের ওপর দিয়ে ছড়ি ঘোরাচ্ছেন সুনিল নারাইন, এ্যারন ফাঙ্গিসোরা। মজার ব্যাপার পেসারদের ম্লান করে ঘূর্ণিচমক দেখিয়ে যাচ্ছেন নাথান লেয়ন, ইমরান তাহির আর গ্লেন ম্যাক্সওয়েলও। গায়ানায় ১৮৮ রানে অলআউট হয়ে ক্যারিবীয়দের কাছে প্রোটিয়ারা হেরেছিল ৪ উইকেটে। দীর্ঘদিন পর ফিরে ওই ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন নারাইন। পরের ম্যাচেই আবার ১১৬ রানে অলআউট উইন্ডিজ অসিদের কাছে হারে ৬ উইকেটে! শেষ ম্যাচটি ছিল এই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। সেখানেও যথারীতি বোলারদের দাপট। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪২Ñএ গুটিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! স্মিথের দল হারে ৪৭ রানের বড় ব্যবধানে। ৭ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়া পেসার রাবাদা ছিলেন সেরা বোলার। ২টি করে শিকার ওয়াইন পারনেল, ইমরান তাহির আর এ্যারন ফাঙ্গিসোর। অসিদের গুঁড়িয়ে দিতে বোলাররাই ছিলেন অগ্রণী ভূমিকায়। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে ৮২ বলে ৬২ রানের চমৎকার ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফারহান বেহারদিয়েন। আজ তাই কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থাকবে ডি ভিলিয়ার্সের দল। অবশ্য দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ, ইনজুরিতে পড়েছেন ছোট পরিসরের ম্যাচে অত্যন্ত কার্যকর ব্যাটসম্যান রাইলি রুশো। অস্ট্র্রেলিয়ার বিপক্ষে ম্যাচে কাঁধে আঘাত পান ২৬ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে ঝাঁপ দিয়ে ইনজুরি আক্রান্ত হন তিনি। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। উদ্বোধনী ম্যাচে হারলেও তার ৬১ রানের কল্যাণেই আরও বড় লজ্জা থেকে বেঁচে যায় প্রোটিয়ারা। রুশোর পরিবর্তে দলে নেয়া হয়েছে ২৫ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা ডিন এলগারকে। গত বছর অক্টোবরে ভারত সিরিজের দলে ছিলেন এই বাঁহাতি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণীর ৬ ম্যাচে ৬০৮ রান করে পুনরায় নির্বাচকদের নজর কাড়লেন প্রতিভাবান এ ব্যাটসম্যান। তবে সার্বিকভাবে দলের ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলতে মূল ভূমিকাটা রাখতে হবে অধিনায়ক ডি ভিলিয়ার্সকেই। সেই সামর্থ্য তাদের রয়েছে। অন্যদিকে ডেভিড ওয়ার্নার ফর্মে থাকলেও অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা ধুঁকছেন। চ্যাম্পিয়নরাও অধিনায়ক স্মিথের দিকে তাকিয়ে থাকবে।
×