ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারত-জিম্বাবুইয়ে প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৪:৩৪, ১১ জুন ২০১৬

ভারত-জিম্বাবুইয়ে প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক জিম্বাবুইয়ে ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। দলটা যে ভারত সেটা কেবল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেখে বোঝা যায়! বেশিরভাগ সদস্যই নবীন, আনকোড়া। নেই বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, শিখর ধাওয়ানসহ আরও কয়েকজন তারকা ক্রিকেটার। বোঝাই যাচ্ছে জিম্বাবুইয়েকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না ক্রিকেটের মোড়ল ভারতীয়রা। নেয়ার কথাও নয়, কারণ শক্তিতে যোজন যোজন পিছিয়ে জিম্বাবুইয়ে। তার ওপর সম্প্রতি ব্যর্থতায় দলটি ভেতর ও বাইরে এসেছে ব্যাপক পরিবর্তন। অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে গ্রায়েম ক্রেমারকে। বরখাস্ত করা হয়েছে ‘হাইপ্রোফাইল’ কোচ ডেভ হোয়াটমোরকেও। সিরিজে অন্তর্বর্তী দায়িত্বে সাবেক প্রোটিয়া পেসার মাখায়া এনটিনি, নির্বাচক বোর্ডে তাতেন্ড তাইবু! প্রশ্ন এমন অসম দ্বৈরথে একঝাঁক তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে ধোনিকেই কেন অধিনায়ক করা হলো? ভারতীয় ক্রিকেটের প্রেক্ষাপটে উত্তরটাও খুব কঠিন নয়। ওয়ানডে ও টি২০ মিলিয়ে দু-দুটি বিশ্বকাপে আশা জাগিয়েও চূড়ান্ত সাফল্য পায়নি দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাইজিং পুনে সুপারজায়ান্সের নেতৃত্বেও সেই ধোনিকে খুঁজে পাওয়া যায়নি। সম্প্রতি তার নেতৃত্ব নিয়ে জোরেশোরেই প্রশ্ন উঠেছে। তাই ইন্ডিয়ান ম্যানেজমেন্ট হয়ত তাকে শেষবারের মতো বাজিয়ে দেখতে চাইছে। অনেকে জিম্বাবুইয়ের মাটিতে এই সিরিজটাকে ধোনির ‘শেষের শুরু’ হিসেবে দেখছেন। প্রতিপক্ষ অবশ্যই পিছিয়ে। কিন্তু এত এত নবীন ক্রিকেটার নিয়ে অধিনায়কের পক্ষে সাফল্য তুলে নেয়াটা সহজ হবে না। ব্যাটিংয়ে ধোনি নিজেই বড় ভরসা, সঙ্গী হিসেবে পাবেন মানিষ পান্ডে, আমবাতি রাইডু, করুণ নায়ার, ঋষি ধাওয়ান ও লোকেশ রাহুলের মতো প্রতিভাবানদের। পাঁচ টেস্ট খেলা কর্নাটকের ব্যাটসম্যান লোকেশের দিকে বিশেষ নজর থাকবে। ২৪ বছর বয়সী ডানহাতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আশাপ্রদ নৈপুণ্য দেখিয়েছেন। প্রথমবারের মতো জায়াগা করে নিয়েছেন ওয়ানডে দলে। পেস বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ও বারিন্দার শ্রান ইতোমধ্যে আলোচিত। আইপিএলে দুরন্ত বোলিংয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন লেগস্পিনার যুবেন্দ্র চাহাল। আছেন ফাইয়াজ ফজল ও জয়ন্ত যাদবের মতো একেবারে নতুন মুখও। অন্যদিকে জিম্বাবুইয়ে ক্রিকেটের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। এক সময় আফ্রিকার অন্যতম ক্ষুরধার এই দলটির মাঠের অবস্থা নাজুক। ওয়ানডে-টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর আফগানিস্তানের কাছে ‘হোম এ্যান্ড এ্যাওয়ে’ দুটি সিরিজেই হারে জিম্বাবুইয়ের। ফলে বড় এই পরিবর্তনÑ ক্রেমারের নেতৃত্ব এবং হোয়াটমোরের বরখাস্ত হওয়াটা আলোচিত। অবশ্য নেতৃত্ব হারালেও দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজা। পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন তারকা পেসার তিনাশে পানিয়াঙ্গারা। পরিবর্তে তুরাই মুজারাবানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পিনে সেনাপতি ক্রেমার সঙ্গী হিসেবে পাচ্ছেন ওয়েলিংটন মাসাকাদজা, তেন্দাই সিসোরো ও টিমিসেন মারমাকে। পেস আক্রমনে দেখা যাবে তেন্দাই চাতারা, ডোনাল্ড ত্রিপানো ও নেভিল মাদজিভাকে। তিন ওয়ানডে শেষে রয়েছে সমান সংখ্যক টি২০। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
×