ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের ওপর হামলায় দুই মামলা ॥ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৪:৩৩, ১১ জুন ২০১৬

পুলিশের ওপর হামলায় দুই মামলা ॥ গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পশ্চিমাঞ্চল রেলের বিভিন্ন ট্রেনে দিন দিন চোরাকারবারীর দাপটেট্রেনের সাধারণ যাত্রী প্রতিনিয়ত নাজেহাল হয়ে আসছে। অনেক যাত্রী এ নিয়ে অভিযোগে করে। ওই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর রেলস্টেশনে তিতুমির ট্রেনে চোরাচালান রোধের অভিযান পরিচালনার সময় জিআরপি পুলিশের ওপর চোরাকারবারীদের হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করে জিআরপি পুলিশ। মামলা দুটিতে নামীয় ৪জনসহ অজ্ঞাত দুইশ’কে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর জিআরপি থানায় মামলা দুটির বাদী হয়েছে সৈয়দপুর জিআরপি এসআই বেলাল হোসেন। পুলিশ মামলার চোরাকারবারীর সদস্য তিনজনকে গ্রেফতার করেছে। এরা হলো হিজড়া সম্প্রদায়ের সৈয়দপুর পাটোয়ারীপাড়ার মৃত আব্দুল হালিমের সন্তান সোনিয়া হিজড়া (৩০) দিনাজপুরের পার্Ÿতীপুর উপজেলা আদর্শপাড়ার গোলাম মোস্তফার সন্তান হিজড়া ফুলকি (২৮) ও বেলাল হোসেন (২৬)। পানিতে ডুবে হোটেল কর্মচারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০জুন ॥ ভাঙ্গায় পানিতে ডুবে ইব্রাহিম মাতুব্বর (২৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। ইব্রাহিম মাতুব্বর জেলার নগরকান্দা উপজেলার বনশ্রীবর্দী গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে। সে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে দুদু মিয়ার হোটেলে কাজ করত। যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১০ জুন ॥ ভৈরব শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে যানজট নিরসনে শুক্রবার বিকেলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর আগে গত সোমবার অবৈধ দখলদারদের অন্যত্র সরে যেতে তিন দিনের আলটিমেটাম দেয় উপজেলা প্রশাসন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ অবৈধ বাস টিকেটি কাউন্টার ও ফল ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে বলে ঘোষণা দেয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে দুর্জয় মোড় এলাকায় অবৈধ দখলদার ও বাস কাউন্টারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ। এ সময় সড়ক ও জনপথ কর্মকর্তা জাহিদ হোসেন, ভৈরব থানার ওসি ও হাইওয়ে থানার ওসিসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। গৃহবধূকে আটকে রেখে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১০ ॥ পশ্চিম ঝালকাঠি এলাকায় দুই সন্তানের জননী গৃহবধূ মুক্তি বেগমকে (২৬) ছয় ঘণ্টা ধরে আটকে রেখে তার ওপরে লোমহর্ষক নির্যাতন চালানো হয়েছে। তার স্বামী মিল কর্মচারী মাসুম হাওলাদার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বাথরুমে আটকে রেখে লোহার পাইপ দিয়ে সমস্ত শরীর পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে ঝালকাঠি সদর হাসআতালে ভর্তি করা হয়েছে। মুক্তি বেগম মোবাইল ফোনে কথা বলার কারণে স্বামী তাকে সন্দেহ করে এই নির্যাতন চালায়। মাদকসেবীকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১০ জুন ॥ ভ্রাম্যমাণ আদালত গাঁজা পরিবহন ও সেবনের দায়ে বিবেক হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। বিবেক হালদার স্বরূপকাঠী উপজেলার আদাবারী গ্রামের বিপুল হালদারের পুত্র। ভ্রাম্যমাণ আদালত শুক্রবার এই জরিমানা প্রদান করেছে। ঝালকাঠি থানার এস.আই সদর উপজেলার নবগ্রাম ব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার রাত দেড়টায় গাঁজাসহ আটক করেছে। সাপের কামড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ জুন ॥ সাপের কামড়ে জাহিদুল ইসলাম (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বাউফলের কাছিপাড়া ইউপির আনারশিয়া গ্রামের জাকির হাওলাদারের ছেলে এবং আনারশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাহিদ ঘর থেকে বাইরে বের হলে তার পায়ে সাপে কামড় দেয়। সব হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত এসপিপতœী মাহমুদা আকতার মিতুসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যাকা-ের প্রতিবাদে চেতনা-৭১ এর উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ সময় বক্তারা জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের উপদেষ্টা খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে এবং চেতনা-৭১ এর সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লবের সঞ্চলনায় এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি। বক্তব্য রাখেন খুলনা মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক শ্যামল সিংহ রায়, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এসএম শাহনওয়াজ আলী, ওয়াকার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এমএ কাশেম, মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এসএম সোহরাব হোসেন প্রমুখ। খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দৌলতপুরে ট্রেনের ধাক্কায় মোঃ রায়হান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে নগরীর দৌলতপুর বাজারে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান দৌলতপুরের মোল্লা শপিং কমপ্লেক্সের একটি দোকানের কর্মচারী ছিলেন। পুুলিশ জানায়, সকাল ৯টার দিকে রায়হান দৌলতপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে সে ছিটকে পড়ে মাথায় প্রচ- আঘাত পায়। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোলাপগঞ্জে পানিতে ডুবে আবু রায়হান নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টায় ঘুম থেকে উঠে বাড়ির উঠানে সে খেলা করতে থাকে। রায়হানের মা পাশের বাড়ি থেকে ঘরে ফেরার পথে বাড়ির পুকুরে রায়হানকে পানিতে হাবুডুবু খেতে দেখেন। এ সময় তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর এলাকার আখলিছ মিয়ার ছেলে। রায়পুরে স্কুলছাত্রী সংবাদদাতা রায়পুর, লক্ষ্মীপুর থেকে জানান, রায়পুর উপজেলায় পুকুরে ডুবে শারমিন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে রাখালিয়া গ্রামের সানাউল্যার মেয়ে। শুক্রবার সকালে উপজেলার রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে রাখালিয়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। জানা যায়, শারমিন সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকরে ডুবে যায়। পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হাফিজুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলায় ওয়ারেন্ট ছিল। ফেসবুকে আপত্তিকর ছবি ॥ আটক এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় বৃহস্পতিবার রাতে কেশবপুর থানা পুলিশ হুমায়ুন কবির নামে ফার্নিচার কর্মচারীকে আটক করেছে। থানার ওসি সহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। উপজেলার কুশুলদিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে কেশবপুর শহরের ফার্নিচারের দোকান সাজঘরের কর্মচারী হুমায়ুন কবির তার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের আপত্তিকর ব্যঙ্গচিত্র আপলোড করে। বিষয়টি নিয়ে কেশবপুরে সর্বত্র তোলাপাড় শুরু হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। তিন ছিনতাইকারীকে গণধোলাই স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টাকালে ব্যবসায়ী ও পথচারীরা তিনজনকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে অটোরিকশা নিয়ে ৩ যুবক এসে জিন্দাবাজার একটি শপিং সেন্টারের সামনে ছিনতাইয়ের চেষ্টা চালালে জনতা তাদের গণধোলাই দেয় ও অটোরিকশাটি ভাংচুর করে। পরে জিন্দাবাজার পয়েন্ট থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে কতোয়ালি থানায় নিয়ে যায়। ডায়াগনস্টিক সেন্টার সিলগালা বাউফলে ভুয়া ডাক্তার আটক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ জুন ॥ বাউফলের নুরাইনপুর বন্দরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে গণেশ চন্দ্র শিল (৫৫) নামের ভুয়া ডাক্তার ও রাসেদুল হাসান (২২) নামের এক ল্যাব সহকারীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে পুলিশ ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে গণেশ চন্দ্র শিল নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে আসছিল।
×