ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রী লাঞ্ছিত, বখাটের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:৩২, ১১ জুন ২০১৬

প্রেম প্রত্যাখ্যান  করায় ছাত্রী লাঞ্ছিত, বখাটের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ জুন ॥ শুক্রবার আমতলী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী প্রেম প্রত্যাখ্যান করায় তার সহপাঠী সাদ্দাম হোসেন ওই ছাত্রীকে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বখাটে সাদ্দাম হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, শুক্রবার সকালে আমতলী সরকারী কলেজে আইসিটি বিষয়ের ব্যবহারিক ক্লাস চলছিল। ক্লাস শেষে সকাল ১১টার দিকে ওই ছাত্রী কলেজ ক্যাস্পাস দিয়ে বাসায় যাচ্ছিল। এ সময় বখাটে সাদ্দাম হোসেন তাকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তাৎক্ষণিক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারে। এ ঘটনা দেখে কলেজ অধ্যক্ষ মজিবুর রহমান ও শিক্ষকরা তাৎক্ষণিক বখাটে ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করে। হেরোইনসহ তিনজন গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে পৃথক ঘটনায় ২০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে খলিলুর রহমান ওরফে খলিল (২৫) নামে এক যুবককে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। খলিল উপজেলার কসাইপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গোদাগাড়ী থানা পুলিশের একটি দল কসাইপাড়া গ্রামে খলিলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। কলেজছাত্রীকে যৌন হয়রানি ॥ বখাটের দণ্ড নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ জুন ॥ সখীপুর উপজেলায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হারুনুর রশীদ (২১) নামে এক যুবককে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত বখাটে যুবক হারুন উপজেলার বেড়বাড়ি গ্রামের প্রবাসী আবু বকর সিদ্দিকের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম জানান, সখীপুর আবাসিক মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীকে হারুন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রীর বাবা, মাসহ ছাত্রী নিজে এসে বখাটের নামে বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দেয়। চরফ্যাশনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১০ জুন ॥ চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরফারুকী গ্রামে বৃহস্পতিবার রাত ৮টায় কোহিনূর (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। দক্ষিণ আইচা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত কোহিনূর উপজেলার চরফারুকী গ্রামের আঃ কারিমের স্ত্রী। পুলিশ জানায়, নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা ডায়রিয়াজনিত কারণে মৃত্যু হয়েছে দাবি করলেও তার মা সালমা বেগমের অভিযোগÑ তাকে হত্যা করা হয়েছে। মহিলা পরিষদের পাঠচক্র নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ জুন ॥ “নারী মুক্তি, মানব মুক্তি” এই সেøাগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামালের জীবনী নিয়ে ঠাকুরগাঁও মহিলা পরিষদের পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আমাদের বাজার মার্কেট মহিলা পরিষদের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভিন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, রোমা রানী ঘোষ প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ৫৯ এতিম ছাত্রছাত্রীর মাঝে বই, খাতা, কলম, কাঠপেন্সিল, স্কুলব্যাগ ও পাদুকা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের লিখন স্মৃতি সাধারণ গ্রন্থাগার চত্বরে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। চড়চড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। দ্বিতল বাস উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর রাস্তায় নামানো হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পাঁচটি দ্বিতল (ডাবল ডেকার) বাস। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দ্বিতল এই বাসগুলোর যাত্রা শুরু হয়েছে। এদিকে, নগরীতে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এতে ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, আবদুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসান। স্কুল উদ্বোধন সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১০ জুন ॥ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাতিঘর নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে প্রশাসন। পৌর শহরের পানবাজার এলাকায় সুইপার কলোনির ৩০ সুবিধাবঞ্চিত পথশিশু শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে এ শিক্ষালয়টি। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম স্থানীয় কিছু যুবকের সহযোগিতায় সরকারী খাস জমিতে গড়ে তোলেন এটি।
×