ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাছ কাটায় বাধা দেয়ায় বন কর্মকর্তা মারপিটের শিকার

প্রকাশিত: ০৪:৩১, ১১ জুন ২০১৬

গাছ কাটায় বাধা দেয়ায় বন কর্মকর্তা মারপিটের শিকার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ জুন ॥ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সবুজ বেষ্টনীর সংরক্ষিত বনের গাছ কাটায় বাধা দেয়ায় উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুল হাইকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে। জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া এলাকায় পাউবোর ৪৩/২ এফ নং পোল্ডারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বন বিভাগের সংরক্ষিত সবুজ বেষ্টনীর আকাশমণি, শিশুসহ ২০/২৫ সার গাছ স্থানীয় কামাল মৃধা, সিদ্দিক ফকিরসহ একদল সন্ত্রাসী কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদূল হাই , ফরেস্টার দেলোয়ার হোসেন ও বন কর্মচারী রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় শ্রমিকরা গাছ কাটা বন্ধ করে পালিয়ে যায়। গাছ কাটায় বাধা দেয়ার খবর পেয়ে কামাল মৃধা, সিদ্দিকসহ তিনটি মোটরসাইকেল যোগে ৬/৭ সন্ত্রাসী এসে বন কর্মকর্তাকে কোনকিছু না বলেই বেধড়ক মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত বন কর্মকর্তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।
×