ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে মৎস্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩০, ১১ জুন ২০১৬

ঝিনাইদহে নিহত  পুরোহিতের বাড়িতে মৎস্য প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ জুন ॥ মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান যারা করছে তাদের হত্যা করা হচ্ছে, মসজিদের ইমামকেও হত্যা করা হচ্ছে, একজন এসপির স্ত্রীকে হত্যা করা হয়েছে। দেশকে এবং সরকারকে উত্ত্যক্ত করা ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী এ ধরনের হত্যাকা- ঘটাচ্ছে। তিনি বলেন সরকার এসব বিষয়ে যথেষ্ট সচেতন। এদের বিরুদ্ধে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। সদর উপজেলার করাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে শুক্রবার বিকেলে শোকার্ত মানুষের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় এমপি আনোয়ারুল আজিম আনার, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ম-ল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কনককান্তি দাস, জেলা সভাপতি নারায়ণ চন্দ্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুবির সমার্দ্দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন উপস্থিত ছিলেন। সে সময় মন্ত্রী পরিবারের শোকাহত সদস্যদের শান্তনা দেন। এর আগে মন্ত্রী পুরোহিত হত্যাকা-ের স্থান ও নলডাঙ্গার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
×