ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুনীল গোমেজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩০, ১১ জুন ২০১৬

সুনীল গোমেজ হত্যার  বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ জুন ॥ বনপাড়ায় সুনীল দানিয়েল গোমেজ হত্যাকা-ের বিচার চেয়ে টাঙ্গানো পোস্টার-ফেস্টুন খুলে ফেলার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জয়বাংলা সামাজিক আন্দোলন ও মাদকবিরোধী নাগরিক কমিটি। বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও জয়বাংলা সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বনপাড়ার খ্রীস্টান মুদি দোকানি সুনীল দানিয়েল গোমেজ হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে পৌর এলাকার বিভিন্ন স্থানে নাগরিক সমাজের টাঙ্গানো পোস্টার- ফেস্টুনগুলোকে খুলে ফেলতে নির্দেশ দেয় পুলিশ। পুলিশের এমন নির্দেশনা সুনীল গোমেজ হত্যার সুষ্ঠু বিচার নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে বড়াইগ্রামের পুলিশ প্রশাসনের ওপর অনাস্থা এনে তিনি আরও বলেন, বনপাড়া পৌর এলাকা ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার বিশেষ অবনতি হওয়ায় সুনীল গোমেজের মতো সাধারণ মানুষ একের পর এক হত্যাকা-ের শিকার হচ্ছে। একই দাবিতে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কে মানববন্ধন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।
×