ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্র নিহতের জেরে সাভারে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৮, ১১ জুন ২০১৬

ছাত্র নিহতের জেরে সাভারে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার জের ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে ১০ কলেজ ছাত্র। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ‘পাকিজা’ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডস্থ ধসে পড়া রানা প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাস চাপায় নিহত হয় মজিদপুর এলাকার ‘মাইক্রো ইনটিস্টিউট অব টেকনোলজি কলেজ’ এর দ্বিতীয় বর্ষের ছাত্র পিযূষ চৌধুরী (২৩)। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ঘাতক বাস চালককে গ্রেফতারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা মহাসড়কের ‘ল্যাব জোন হাসপাতাল’ এর সামনে থেকে মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভ মিছিলে সাভার মডেল থানা পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশের বেধড়ক লাঠিচার্জে ওই কলেজের ১০ ছাত্র আহত হয়। আহতেদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×