ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মরমী গানের শিল্পী মোঃ ইব্রাহীম অসুস্থ, দোয়া কামনা

প্রকাশিত: ০৪:১৫, ১১ জুন ২০১৬

মরমী গানের শিল্পী মোঃ ইব্রাহীম অসুস্থ, দোয়া কামনা

স্টাফ রিপোর্টার ॥ আশির দশকের মরমী গানের জনপ্রিয় শিল্পী মোঃ ইব্রাহীম অসুস্থ হয়ে আহ্ছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চোয়ালে ক্যান্সারের সিমটম ধরা পড়েছে। তিনি হাসপাতালের ডাক্তার অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি কোমাতে রয়েছেন। তার কারসিনোমা স্কীন ক্যান্সার ধরা পড়েছে বলে ডাক্তার জানিয়েছেন। এ রোগের চিকিৎসা চলাকালীন তিনি তার ভক্ত এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও গানের জগতে ফিরতে পারেন এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, আশির দশকের অত্যন্ত জনপ্রিয় হওয়া ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ গানগুলোর শিল্পী মোঃ ইব্রাহীম। এখনও এই গানগুলো গুনগুন করে গেয়ে থাকেন শ্রোতারা। ৪১টি এ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন ইব্রাহিম। গান করেন ১৯৭২ সাল থেকে। তার এ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি। সবশেষে বিগত ৪-৫ বছর আগে প্রকাশ পায় এ্যালবাম ‘ভাবদরিয়া’। এ্যালবামের বেশিরভাগ গানই ইব্রাহিমের রচনা এবং সুর করা। তবে আবদুল হাই আল হাদী, আবদুল বারি হাওলাদার, হাসান মতিউর রহমান, এসএম বক্স চিশতীর লেখা এবং সুরে বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি।
×