ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রমজানে লেজার ভিশনের এ্যালবাম

প্রকাশিত: ০৪:১৪, ১১ জুন ২০১৬

রমজানে লেজার ভিশনের এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়েকটি হামদ ও নাতের অডিও এ্যালবাম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, এর মধ্যে হামদ ও নাত এবং কাজী নজরুলের ইসলামী গানও স্থান পেয়েছে। ‘আল্লাহু আকবর’ শিরোনামের মিক্সড এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ, মীনা বশির, হোমায়েরা বশির ও রাজা বশির। এতে ইসলামী গানগুলোর সুর করেছেন প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদ। এ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি হামদ ও নাত হচ্ছে আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্, আসসালাতো ইয়া রাসুলল্লাহ্, রাব্বানা ইয়া রাব্বানা এবং লা ইলাহা ইল্লাল্লাহো। উল্লেখ্য, আসসালাতো ইয়া রাসুলুল্লাহ্, রাব্বানা ইয়া রাব্বানা দু’টি গানের ভিডিও ইতোমধ্যে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে দেখা যাবে। কণ্ঠশিল্পী শাহীন সামাদের ‘আল্লাহ্কে যে পাইতে চায়’ ও ‘দূর আযানের মধুর ধ্বনি’ শিরোনামের দুইটি এ্যালবাম কাজী নজরুল ইসলামের ইসলামী গান নিয়ে সাজানো হয়েছে। প্রতিটি এ্যালবামে ৭টি করে গান রয়েছে। কণ্ঠশিল্পী ওবায়দুর রহমানের হামদ ও নাতের এ্যালবাম ‘পাঠাও বেহেস্ত হতে’। কাজী নজরুল ইসলামের ৮টি ইসলামী গান নিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি হামদ ও নাত হলো -পাঠাও বেহেস্ত হতে, সুদূর মক্কা মদিনার পথে, হে মদিনাবাসী, আল্লাহজী, আমার মোহাম্মদের। ঝন্টু আর্ট প্রোডাকশন নিবেদিত মিক্সড অডিও এ্যালবাম ‘দে পানাহ দে পানাহ ইয়া এলাহী’। এতে কণ্ঠ দিয়েছেন আব্দুল লতিফ, ফেরদৌসী রহমান, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ইসমত আরা, নিলুফার ইয়াসমীন, ইয়াসমীন মুশতারী, মুস্তাফা জামান আব্বাসী এবং রোজিনা পারভীন। কণ্ঠশিল্পী মল্লিকার ‘নিয়ে যারে মদিনায়’ এ্যালবামটিতে রয়েছে কাজী নজরুল ইসলামের ৮টি ইসলামী গান। পবিত্র কোরানের ‘আমপারা’ নিয়ে তেলওয়াত করেছেন ওবায়দুর রহমান। ওবায়দুর রহমানের সুরেলা কণ্ঠে তেলওয়াতগুলোর বাংলা অনুবাদ করেছেন কামাল আহসান। ঝন্টু আর্ট প্রোডাকশন নিবেদিত এ্যালবাম ‘পথের দীশা দাও’। এতে কণ্ঠ দিয়েছেন আব্বাস উদ্দিন আহমেদ, ফেরদৌসী রহমান, আব্দুল আলিম, রওশন আরা মাসুদ ও সোহরাব হোসেন।
×