ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুটুল মাহফুজ

শরণার্থীদের জন্য শিশুদের ছবি প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০৮, ১১ জুন ২০১৬

শরণার্থীদের জন্য শিশুদের ছবি  প্রদর্শনী

আয়লান কুর্দির কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের। সিরীয় শরণার্থী শিশু। যার মৃত্যু কাঁদিয়েছে বিশ্বকে। আর কোন শরণার্থী যেন এভাবে মৃত্যুর মুখোমুখি না হয় সেজন্য এগিয়ে এসেছে বিভিন্ন দেশের শিশুরা। এখনও পৃথিবীর কোন কোন প্রান্তে যুদ্ধ চলছে। এটা কোন দল, গোষ্ঠী বা কোন দেশের একক হিসাব না। গোটা মানুষ জাতির হিসাব। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এরকম দায়িত্ববোধ থেকেই কাজ করে। তারা বিভিন্ন দেশ থেকে ত্রাণ সংগ্রহ করে যুদ্ধবিধ্বস্ত দেশে পাঠায়। মানবতার সেবায় কাজ করে। এ তো গেল প্রাতিষ্ঠানিক দায়িত্ব। এর পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু মানুষ আছেন যারা নিজ উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের সাহায্যার্থে নীরবে কাজ করেন। এরকম একজন মানুষ ইংল্যান্ডের শিশু সাহিত্যিক এবং প্রচ্ছদ শিল্পী এ্যমিলি গ্রাভেট। যিনি ইউরোপের ছোট বাচ্চাদের আঁকা ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছেন। প্রদর্শনীর শিরোনাম ‘দ্য স্কুল বাস প্রজেক্ট’। এ প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ দেয়া হবে সেসব মানুষদের যারা বর্তমানে ইউরোপে শরণার্থী হিসেবে অবস্থান করছে। প্রদর্শনী চলবে ১৭ জুন পর্যন্ত। সূত্র : দ্য গার্ডিয়ান
×