ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ৯১ ফুট পুরু স্তরের চুনাপাথর

প্রকাশিত: ০৪:০৫, ১১ জুন ২০১৬

নওগাঁয় ৯১ ফুট পুরু স্তরের চুনাপাথর

নওগাঁ ভূগর্ভস্থ সম্পদে ভরপুর হলেও এসব সম্পদ কাজে লাগানো যাচ্ছে না। বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুরে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুসন্ধানে চুনা পাথরের সন্ধান পাওয়ার পর ওই প্রকল্পের খননকাজ স্থগিত রাখা হয়েছে। অপরদিকে দীর্ঘ ৪৮ বছরেও আলোর মুখ দেখেনি চিনামাটি প্রকল্প। ৪৮ বছর আগে পতœীতলা উপজেলার আমবাটিতে আবিষ্কৃত চিনামাটি প্রকল্প আঁতুর ঘরে মুখ থুবড়ে পড়ে রয়েছে। বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর মৌজার তিলকপুর বেসিনে চুনাপাথরের বিশাল মজুদের সন্ধান পাওয়া যায়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর খনন শুরু করে। ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতরের উপপরিচালক মাসুম ও উপপরিচালক ড্রিলিং প্রকৌশল মাসুদ রানা জানান, তাজপুর মৌজায় ভূ-গর্ভের ২২১৪ ফুট থেকে ২৩০৫ ফুট পর্যন্ত চুনা পাথরের সন্ধান পাওয়া যায়। তাজপুর মৌজায় খননকৃত স্থানের চার পাশে ৫০ বর্গ কিলোমিটার পর্যন্ত চুনাপাথরের পাশাপাশি কয়লা প্রাপ্তির সম্ভাবনা দেখা দেয়। প্রাথমিকভাবে এই স্থানে চার থেকে সাড়ে চার হাজার ফুট তথা আদি-শিলা পর্যন্ত খনন পরিচালনা করার কথা থাকলেও তিন হাজার ফুট খননের পরেই ভূগর্ভে পাইপ জ্যাম হয়ে খনন কাজ বন্ধ হয়ে যায়। সেখানে চুনাপাথরের যে স্তর পাওয়া গেছে তা ৯১ ফুট পুরু। -বিশ্বজিৎ মনি, নওগাঁ থেকে
×